অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের তথ্য প্রকাশের পর থেকেই ওই পদে কে আসছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামও আলোচনায় উঠে আসে। সম্প্রতি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে, শফিকুল আলম বা নতুন কাউকে তথ্য উপদেষ্টার পদে আনার সম্ভাবনা কম। তাই, মাহফুজ আলমই অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে রাইজিংবিডিকে বলেছেন, “নতুন রাজনৈতিক দল গঠন করতে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল শিগগির আত্মপ্রকাশ করবে। নাহিদ ইসলাম নতুন দলটির আহ্বায়ক হবেন।”

মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে রাইজিংবিডিকে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম। আজ কিংবা আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে।

মাহফুজ আলমের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১০ নভেম্বর মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। 

ঢাকা/এএএম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হ দ ইসল ম উপদ ষ ট র মন ত র

এছাড়াও পড়ুন:

‘ডেভিল হান্টে’ ধরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সহ-সভাপতি

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হারিসুর রহমান (৬০)-কে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ভাঙার ব্রিজ এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী হারিসুর রহমান বিজয়নগর উপজেলার উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কাজী ফেরু মিয়ার ছেলে।

 

ঢাকা/মাইনুদ্দীন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ