আ.লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে: ফখরুল
Published: 25th, February 2025 GMT
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী ‘অত্যন্ত পরিকল্পিতভাবে’ পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আওয়ামী লীগ ‘যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে এই ঘটনা ঘটতে দেয়’ দাবি করে মির্জা ফখরুল আরো বলেন, “২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর শত্রুরা চক্রান্ত করে বিডিআর অভ্যুত্থানের নাম করে ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্য করে।”
আরো পড়ুন:
সরকারের সব বিষয় সমর্থন করি না, ব্যর্থও হতে দিতে চাই না: ফখরুল
সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: ফখরুল
ফখরুল বলেন, “সেই শত্রুদের উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা ও সেনাবাহিনীর মনোবল নষ্ট করা।”
সে সময় টানা দুইদিন ধরে পিলখানায় ওই হত্যাযজ্ঞ চললেও এখন পর্যন্ত সেই ঘটনার কোনো পূর্ণাঙ্গ, সঠিক ও নিরপক্ষে তদন্ত হয়নি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “এবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং ঘটনার সাথে জড়িত ও দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে।”
এই দিনকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকার তিনি ধন্যবাদও জানান।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ ফখর ল
এছাড়াও পড়ুন:
গুগল ড্রাইভে যুক্ত হলো ট্রান্সক্রিপটস, যে সুবিধা পাওয়া যাবে
অনলাইনে নিরাপদে ফাইল বা ছবি-ভিডিও সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় অনেকে গুরুত্বপূর্ণ তথ্যও জমা রাখেন গুগল ড্রাইভে। তবে দীর্ঘদিন গুগল ড্রাইভে ভিডিও সংরক্ষণ করলে পরে নির্দিষ্ট ভিডিও খুঁজে পাওয়ার পাশাপাশি সেগুলোতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে বেশ সমস্যা হয়। এ সমস্যা সমাধানে গুগল ড্রাইভে ট্রান্সক্রিপটস–সুবিধা যুক্ত করেছে গুগল।
ট্রান্সক্রিপটস–সুবিধা চালুর ফলে গুগল ড্রাইভে থাকা ভিডিও চালু করলেই প্লেয়ারের পর্দার সাইডবারে ভিডিওটির বিভিন্ন দৃশ্যে থাকা তথ্য সময়সহ দেখা যাবে। এর ফলে আকারে বড় ভিডিওর সম্পূর্ণ অংশ না দেখেই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর কোন কোন অংশে রয়েছে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
আরও পড়ুনগুগল ড্রাইভ ব্যবহারকারীদের সতর্ক করল গুগল, কেন১৫ মার্চ ২০২৪গুগলের তথ্যমতে, গুগল ড্রাইভে সংরক্ষণ করা যেসব ভিডিওতে ক্যাপশন রয়েছে, সেগুলোতে সরাসরি ট্রান্সক্রিপটস–সুবিধা পাওয়া যাবে। তবে যেসব ভিডিওতে ক্যাপশন নেই, সেসব ভিডিও ফাইলের ওপরে মাউসের ডান বাটন ক্লিক করে ‘ম্যানেজ ক্যাপশন ট্র্যাকস’ নির্বাচন করতে হবে। এরপর ‘জেনারেট অটোমেটিক ক্যাপশনস’ অপশন নির্বাচন করলেই ভিডিওটিতে ক্যাপশন যুক্ত হয়ে যাবে। এর ফলে সহজেই ট্রান্সক্রিপটস–সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।
আরও পড়ুনগুগল ড্রাইভে ভিডিও আপলোডের জন্য নতুন সুবিধা২৭ ডিসেম্বর ২০২৪গুগল ড্রাইভে যুক্ত হওয়া ট্রান্সক্রিপটস সুবিধাটি সব গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে গুগল। আগামী ২৬ মার্চের মধ্যে পর্যায়ক্রমে এ সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: দ্য ভার্জ
আরও পড়ুনগুগল ড্রাইভের জায়গা খালি করার ৭ কৌশল০৬ মে ২০২৪