স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে, সড়কে নৈরাজ্য, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধকল্পে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, “যেভাবে দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, এতে করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ প্রমাণিত হয়েছেন। অন্তবর্তীকালীন সরকারের ৬ মাস অতিবাহিত হলেও প্রকৃত অর্থে সেরকম আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উপদেষ্টা তার যোগ্যতা প্রমাণ করতে পারেননি। তারপরেও তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না। তাই আমি মনে করি তার দক্ষতা দেখাতে পারছেন না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চরম পর্যায়ে চলে গেছে।”

তিনি বলেন, “এই জায়গা থেকে উত্তরণ হতে গেলে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার স্থলে শক্তিশালী একজন মানুষ উপদেষ্টা হিসেবে আসা দরকার। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।”

প্রধান উপদেষ্টার প্রতি তিনি আহ্বান জানান, অনতিবলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে একজন যোগ্য মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হোক।

এসময় ইলিয়াস কাঞ্চন সারা দেশে সড়ক দূর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের আরও সর্তক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব বিষয়ক সম্পাদক নাহিদ মিয়া, সাভার উপজেলা নিরাপদ সড়ক চাই-এর সভাপতি ইসমাইল হোসেনসহ আরো অনেকে।

ঢাকা/সাব্বির/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট র ন র পদ

এছাড়াও পড়ুন:

তিন ছেলের মধ্যে ফুটবলে কে সেরা, মেসি যা বললেন

লিওনেল মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরো বেড়ে উঠছে। বিভিন্ন সময় ফুটবল প্রতিভার জন্য আলোচনায়ও আসে তারা। মেসির ছেলে হলেও ফুটবল মঞ্চে নিজেদের ছাপ ফেলতে চাইলে নিজ নিজ প্রতিভা দিয়েই তা করে দেখাতে হবে।

সেই লক্ষ্য নিজেদের প্রস্তুতিও সারছে তারা। সম্প্রতি ‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে তিন ছেলেকে নিয়ে কথা বলেন মেসি। যেখানে তিন ছেলের মধ্যে ফুটবলীয় প্রতিভায় কে সেরা সেটা বলেননি তিনি, তবে তিনজনের কার কেমন গুণ, সেসব বিস্তারিত তুলে ধরেছেন ইন্টার মায়ামি তারকা।

তিন ছেলেকে নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন, ‘তারা সারা দিন বল নিয়েই থাকে। তাদের সঙ্গে আমিও উপভোগ করি। প্রতিদিন অনুশীলন করে, লড়াই করে এবং ম্যাচ খেলে। তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারা খুবই সরল। আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে, “তুমি কেন তার নাম বললে।” তাই নামটা আমি নিজের কাছেই রাখি। তবে তিনজনই বেশ আলাদা।’

আরও পড়ুনমেসির তিন ছেলে কে কেমন, কোন স্কুলে পড়ে, কেমন জীবন তাদের৩০ মার্চ ২০২৫

মেসির বড় ছেলে থিয়াগো। তাঁর বয়স ১২। থিয়োগোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে মেসি বলেছেন, ‘থিয়াগো চিন্তাশীল, সংগঠক এবং একজন মিডফিল্ডার।’ আগামী সেপ্টেম্বরে দশম জন্মদিন পালন করবে মাতেও। মাঠে মেসির এই মেজ ছেলেকেই বেশি খুনসুটিতে মেতে থাকতে দেখা যায়। তাঁর বৈশিষ্ট্য নিয়ে মেসি বলেন, ‘মাতেও ফরোয়ার্ড, সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড়।’

তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোর সঙ্গের মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো

সম্পর্কিত নিবন্ধ

  • ফুটবলে তিন ছেলের কে কেমন, জানালেন মেসি
  • ‘কী সুন্দর তাই না, একজন শিক্ষকের এই পরিণতি’
  • ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
  • ধর্ষণের শিকার দাবি করা নারীর বক্তব্য ওসির মুঠোফোনে ধারণের পর ফেসবুকে, সমালোচনা
  • তিন ছেলের মধ্যে ফুটবলে কে সেরা, মেসি যা বললেন
  • ভোলাগঞ্জে বিজিবির সদস্যদের ওপর চড়াও অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা
  • অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ মাসে আড়াই হাজার গ্রেপ্তার
  • উদ্ধারপ্রক্রিয়ায় এলাকাবাসীকে যুক্ত করুন
  • আইনের হাত বনাম নিজের হাত  
  • জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার চিন্তা ইসির