স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে, সড়কে নৈরাজ্য, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধকল্পে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, “যেভাবে দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, এতে করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ প্রমাণিত হয়েছেন। অন্তবর্তীকালীন সরকারের ৬ মাস অতিবাহিত হলেও প্রকৃত অর্থে সেরকম আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উপদেষ্টা তার যোগ্যতা প্রমাণ করতে পারেননি। তারপরেও তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না। তাই আমি মনে করি তার দক্ষতা দেখাতে পারছেন না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চরম পর্যায়ে চলে গেছে।”

তিনি বলেন, “এই জায়গা থেকে উত্তরণ হতে গেলে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার স্থলে শক্তিশালী একজন মানুষ উপদেষ্টা হিসেবে আসা দরকার। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।”

প্রধান উপদেষ্টার প্রতি তিনি আহ্বান জানান, অনতিবলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে একজন যোগ্য মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হোক।

এসময় ইলিয়াস কাঞ্চন সারা দেশে সড়ক দূর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের আরও সর্তক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব বিষয়ক সম্পাদক নাহিদ মিয়া, সাভার উপজেলা নিরাপদ সড়ক চাই-এর সভাপতি ইসমাইল হোসেনসহ আরো অনেকে।

ঢাকা/সাব্বির/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট র ন র পদ

এছাড়াও পড়ুন:

পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের স্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় অবনতি হয়েছে।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

৮৮ বছর বয়সী এই ধর্মগুরুকে শ্বাসনালীর প্রদাহ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে।

শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে হাঁপানির মতো শ্বাসকষ্টে ভুগছেন। গতকালের চেয়ে তার অবস্থার আরও অবনতি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ধর্মগুরুর অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি বিপদমুক্ত নন।

ভ্যাটিকান জানায়, পোপ তার স্বাস্থ্য সম্পর্কে এখনও সচেতন এবং সারাদিন একটি চেয়ারে বসে কাটিয়েছেন। যদিও তার শারীরিক অবস্থা গতকালের চেয়েও খারাপ। অতিরিক্ত অক্সিজেনের পাশাপাশি পোপের রক্ত​সঞ্চালনেরও প্রয়োজন। পরীক্ষায় দেখা গেছে তার প্লাটিলেটেও কমে গেছে।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের। এর আগে ১৭ ফেব্রুয়ারি ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, পোপ ফ্রান্সিসকে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। যত দিন প্রয়োজন, তত দিন হাসপাতালে থাকবেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • নিরাপত্তা চেয়ে দেশজুড়ে ছাত্র-জনতার বিক্ষোভ
  • ‘সারাদিন কষ্ট করে যে টাকা পাই, তা নিয়ে বাড়ি ফিরতে ভয় হয়’
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে
  • সন্ত্রাসী-ধর্ষকদের শাস্তি দাবিতে রাবিতে বিক্ষোভ
  • মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ‘ও আম্মাগো’ চিৎকারটা কি শুনতে পান
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাবিতে সমাবেশ
  • দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে শিক্ষার্থীদের সমাবেশ
  • পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’
  • রাজশাহীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানববন্ধন