নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন যুবদলের কর্মীসভাকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। এছাড়াও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। 

মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) সকালে বন্দর ইউনিয়ন যুবদলের কর্মীসভাকে সফল করতে প্রস্তুতিসভা করা হয়।  এর আগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া শাকিল, সদস্য কামরুল হাসান রনি, পারভেজ খান, অদুদ সাগর কর্মী সভার মাঠ ও মঞ্চ পরিদর্শন করেন। 

এসময়ে উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন যুবদল নেতা মো: আলমগীর, মো: রহিম, মোহাম্মদ আলী রিপন, মোঃ মহিন, মোঃ মোশারফ, মোঃ রাসেল, মোঃ আমজাদ, মো: হিরন, মো: বাতেন, মো: শুকুর, মো: শাহাবুদ্দিন, মো: সাগর, মো: মোক্তার, মো: হাকিম, মো: নুরুল হক, মো: আলমগীর, মামুন আহামেদ, মো: সাব্বির, মো: সজিবসহ অনেকেই।

উল্লেখ,্য আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় বন্দর ইউনিয়নে এই কর্সমীভা অনুষ্ঠিত হবে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ র কর ম

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে করা তিন মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে জুনাইদ আহমেদের ২০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাঁকে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম প্রথম আলোকে বলেন, সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক ৩ মামলায় ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে জুনাইদ আহমেদকে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়ে গেছেন।

রিমান্ড শুনানি শেষে সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জুনাইদ আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে সদর মডেল থানায় আবুল হাসান হত্যা মামলায় পাঁচ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানায় শরীফ হোসেন ও সোলাইমান—এই দুই হত্যা মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুনাইদ আহমেদের নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যার ঘটনায় জুনাইদ আহমেদকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনটি মামলার এজাহারে তিনি ৪ ও ৫ নম্বর আসামি। তিনি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন; ইন্টারনেট সেবা বন্ধ করে দেশবাসীকে এই বিষয়গুলো জানা থেকে সর্বোচ্চ বিরত রাখার চেষ্টা করেছিলেন।

গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরদিন ৬ আগস্ট বেলা তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুনাইদ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে অনেক কুলাঙ্গার আছে : মির্জা আব্বাস
  • জেলা প্রশাসকের সাথে সাক্ষাতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট না’গঞ্জ 
  • জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট না’গঞ্জ 
  • নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল
  • বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, সাতদিনের রিমান্ডে
  • বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: মূল পরিকল্পনাকারী ও তার ভাই গ্রেপ্তার, রিমান্ডে
  • চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানির মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার, মালামাল উদ্ধার
  • চলন্তবাসে ডাকাতির ঘটনায় দুই ভাই গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার
  • নারায়ণগঞ্জে ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে