সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশের জ্বালানি চাহিদা মেটাতে এক কার্গো এলএনজি এবং ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডের কাছ থেকে এক কার্গো এলএনজি ক্রয় করা হবে। এতে ব্যয় হবে ৭৮৭ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার ১৫২ টাকা।

আসন্ন রমজান মাস বিবেচনায় দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩১০ কোটি ৬ লাখ ৫২ হাজার ২০০ টাকা।

৬০ হাজার টন সারের মধ্যে ৩০ হাজার টন আসবে আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে। প্রতি  ব্যয় হবে ১৫৯ কোটি ৮২ লাখ ১২ হাজার ২০০ টাকা।

এ ছাড়া বাকি ৩০ হাজার টন আসবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে। এতে ব্যয় হবে ১৫০ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ছেলে মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচরের দক্ষিনপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত মঙ্গলবার মা মঞ্জিলা বেগমকে ছেলে মঞ্জু কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে বাদী হয়ে মঞ্জুকে একমাত্র আসামি করে মামলা করেন।

জামালপুর থানার ওসি (তদন্ত) আনিসুর আশেকীন বলেন, ‘‘বাড়ির পাশে গাছ বিক্রির দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে মঞ্জিলা বেগমকে কুপিয়ে হত্যা করেন মঞ্জু। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।’’

আরো পড়ুন:

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক কারাগারে

কুয়েটের সাবেক ভিসি-প্রোভিসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জু হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।

ঢাকা/শোভন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ