স্ত্রী-সন্তানসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Published: 25th, February 2025 GMT
নারায়ণঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান এবং লাবিবা জোহা অঙ্গনার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের (গালিব) আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক রেজাউল করিম দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, শামীম ওসমানেরর বিরুদ্ধে সিন্ডিকেট করে টেন্ডার বাণিজ্য, বিভিন্ন খাতে বেপরোয়ারা চাঁদাবাজি, পরিবহন ও জুট ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প হতে সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থপাচার করে কানাডা-যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় ও দুবাইয়ে ব্যবসা পরিচালনাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূতে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
ঢাকা/মামুন/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপে বার্তা সম্পাদনার নতুন সুযোগ আসছে
ব্যবহারকারীদের বার্তা লেখা আরও সহজ ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বার্তার ভাষা পরিবর্তনের পাশাপাশি বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ‘রিরাইট’ নামের একটি সুবিধা চালুর জন্য কাজ করছে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের পাঠানো বার্তার ভাষাগত কাঠামো স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যাবে। সম্প্রতি অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২৫.৮.৫–এর কোড বিশ্লেষণের সময় এ সুবিধা শনাক্ত করা হয়েছে। নতুন এ সুবিধা চালু হলে বার্তা লেখার সময় সেন্ড বাটনের ওপরে একটি পেনসিল আইকন দেখা যাবে। এতে ট্যাপ করলে একটি বিল্টইন টেক্সট এডিটর চালু হবে। এই এডিটরই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বার্তার ভাষা ও শৈলী পরিবর্তন করে দেবে।
অ্যান্ড্রয়েড অথরিটির তথ্যমতে, রিরাইট সুবিধায় বার্তা পুনর্লিখনের জন্য একাধিক অপশন দেখা যাবে। এর মধ্যে বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধনের অপশনটি মূলত শব্দে থাকা ভুল বানান ও ভাষাগত ত্রুটি শনাক্ত করে সমাধান করবে। অন্য অপশন ব্যবহার করে বার্তার ভাষাগত শৈলী পরিবর্তন করা যাবে। তবে সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
রিরাইট সুবিধা ছাড়াও হোয়াটসঅ্যাপে আরও এআইনির্ভর সুবিধা যুক্ত করার পরিকল্পনা করেছে মেটা, যার মধ্যে ‘ফটো কোলাজ’ অন্যতম। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা স্ট্যাটাসে একসঙ্গে ছয়টি পর্যন্ত ছবি যুক্ত করতে পারবেন। ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার আদলে হোয়াটসঅ্যাপের লেআউট অপশনে গান, ভয়েস ও টেক্সট অপশনের মতো আলাদা একটি বিভাগও যুক্ত করা হবে।
সূত্র: নিউজ১৮