সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সিভিসি ফাইন্যান্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম মাহমুদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল পালন করা হয়।

অনুষ্ঠানে মাহমুদ হোসেনের পরিবারের সদস্যবৃন্দ, সিভিসি ফাইন্যান্সের পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ এবং সিভিসি ফাইন্যান্স গ্রুপের (সিভিসি ফাইন্যান্স লিমিটেড, সিভিসি ব্রোকারেজ লিমিটেড, সিএপিএম এডভাইজারি লিমিটেড এবং অন্যান্যদের) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকসভা ও দোয়া মাহফিলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত কবি ও সাংস্কৃতিক-ব্যক্তিত্ব সৈয়দ আল ফারুক, প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তোয়াফেল কবীর খান, সিভিসি ফাইনান্সের পরিচালক বিশিষ্ট সঙ্গীতশিল্পী নাহিদ নাজিয়া, মরহুমের সহধর্মিনী মিসেস আম্বারিন চৌধুরী, প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ মোল্লা এবং সিভিসির ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্বে) সামি হুদা।

এস এম মাহমুদ হোসেনের নিরলস পরিশ্রম ও সাহসী নেতৃত্ব, প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে সিভিসি ফাইন্যান্স লিমিটেড এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাঁর রেখে যাওয়া মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আজও বয়ে নিয়ে চলছে।

এসময় অতিথিবৃন্দ তাঁর জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ফ ইন য ন স

এছাড়াও পড়ুন:

ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামায়াত উপলক্ষে আজ সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা মসজিদের প্রাঙ্গণে ভিড় জমান।

মুসল্লিদের আধিক্যের কারণে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে আসা মুসলিমদের সুবিধার্থে মূল মসজিদ কমপ্লেক্সের বাইরে উত্তর ও দক্ষিণ পাশে দুটি প্যান্ডেল করা হয়। সেখানেও মুসল্লিরা নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা খালিদ।

সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মাদ্রাসার প্রভাষক ও মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ।

প্রতিটি জামাতে মুসাল্লিদের উপচেপড়া ভিড় ছিল। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কোলাকুলি মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাদের। সব মিলিয়ে ঈদের জামাত উপলক্ষে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। প্রথম জামাতে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • হাতিরঝিলে নৌ ভ্রমণ বাড়িয়েছে ঈদের আনন্দ 
  • প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
  • অধ্যাপক ইউনূসকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদির
  • অধ্যাপক ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফের ফোন
  • কলকাতায় ঈদের দিন স্বাধীন ফিলিস্তিনের দাবিতে মিছিল
  • ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্র ও রিসোর্টের ব্যবসা কেমন, আছে নানা অফার
  • কিংবদন্তিরা ‘চুল আঁচড়ানো–শেভ করা’ নিয়ে কথা বলায় ঈদ আড্ডায় নাসিমের বিরক্তি
  • রাজধানীর শেরেবাংলা নগরে চলছে ঈদমেলা খাবার, পোশাক, নাগরদোলা—সবই আছে
  • কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিছিল
  • ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের ঢল