ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় এক বরযাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এসময় আহত হয়েছেন আরো তিন জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম সিরাজ মিয়া (৫৫)। তিনি ঢাকা উত্তরা এলাকার বাসীন্দা।

বরযাত্রীদের কয়েকজন জানান, ঢাকা থেকে বরযাত্রী নিয়ে ১২টি গাড়ি টাঙ্গাইল শহরে যাচ্ছিল। এসময় বেপোয়ারা গতির একটি মাইক্রোবাস মির্জাপুর উপজেলার নাটিয়াপড়া এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা ইট ভর্তি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। 

পরে আহত চার জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ না করেই মরদেহ নিহতের স্বজনেরা নিয়ে যায়।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানা ও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

টাঙ্গাইল পুলিশ বক্সের এএসআই আলমগীর হোসেন বলেন, “তারা হাসপাতালে গেলেও কোন এন্ট্রি করেনি। পুলিশকেও কিছু না জানিয়ে চলে গেছে।”

ঢাকা/কাওছার/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে কাজহরদী এলাকায় কৃষি জমির সামনে মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ইউএনওর কাছে তিন ফসলি জমি রক্ষায় স্মারকলিপি দেওয়ার কথা বলেন তারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কোয়েস্ট গ্রুপ ও এলাকার অসাধু দালালরা মিলে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে।

 

এতে দিন দিন এ অঞ্চলের কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি তারা সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট মৌজার অসংখ্য কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে পার্শ্ববর্তী ইটভাটায়। বাঁধা দিলে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তারা।

 

এসময় কৃষি জমি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর হস্তক্ষেপ কামনা করেন।

 

এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জজ কোর্টের  এপিপি এডভোকেট আল আমিন শাহ, স্থানীয় কৃষক বিল্লাল হোসেন, হযরত আলী মাতব্বর, হাসমত আলী, গোলজার হোসেন, রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

সম্পর্কিত নিবন্ধ

  • মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিমান 
  • নিতাইগঞ্জ ও পাগলায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা  
  • ত্রাণ উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ
  • মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাই, চাপাতি নিয়ে নারীকে আক্রমণ
  • বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি ‌স্বর্ণ’ লুট
  • ক্ষেতে কাজ করছিলেন, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধা সিহদার
  • সোনারগাঁয়ে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন