বিসিবির প্রস্তাবে পিসিবির সাড়া, জুলাইয়ে বাংলাদেশে যাবে পাকিস্তান দল
Published: 25th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে নিজেদের শেষ ম্যাচ খেলে পরদিনই দেশে ফিরবে বাংলাদেশ দল। এরপর বাংলাদেশ তাদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ খেলতে মে মাসের শেষের দিকে আবার এই পাকিস্তানেই আসবে। এফটিপিতে থাকা সেই সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশের পরবর্তী সাক্ষাৎটি হয়ে যাবে এর পরপরই। বিসিবির প্রস্তাবে রাজি হয়ে জুন-জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পর জুলাই-আগস্টে বাংলাদেশে গিয়ে আরেকটি তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। জানতে চাইলে এফটিপির বাইরের এই সিরিজের ব্যাপারে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
আজ দুবাই থেকে মুঠোফোনে বিসিবির সভাপতি এই প্রতিবেদককে বলেন, ‘বড় আসরে অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যখন দেখা হয়, তখন অনেক কিছু নিয়েই কথা হয়। পিসিবির সঙ্গে আমাদেরও সে রকম কিছু আলোচনা হয়েছে। তারা ওই সময়ে বাংলাদেশে দল পাঠাতে সম্মতি দিয়েছে।’
বিসিবি সভাপতির সঙ্গে পিসিবির সভাপতি মহসিন নাকভির আলোচনা অনুযায়ী এফটিপির বাইরের এই সিরিজের জন্য সময় বের করতে প্রয়োজনে এফটিপিতে থাকা কোনো সিরিজের সময় পুনর্নির্ধারণ করবে পিসিবি। বর্তমান এফটিপি অনুযায়ী জুলাইয়ের শেষ দিকে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে।
দুবাইয়ে গত রোববার চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ উত্তেজনাও ছড়াতে না পারলেও সেই সন্ধ্যায় কিছুটা উত্তেজনাপূর্ণ আবহই নাকি ছিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের রয়্যাল লাউঞ্জে। অবশ্য এ উত্তেজনাও ভারত-পাকিস্তানের মধ্যেই।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান প্রধান শ্রীলঙ্কার শাম্মী সিলভা দায়িত্ব নিয়েছেন গত বছরের ৬ ডিসেম্বর। তাঁর উত্তরসূরি হিসেবে এসিসির আগামী বার্ষিক সভায় নতুন প্রধানের দায়িত্ব নেওয়ার কথা পিসিবিপ্রধান মহসিন নাকভির।
আরও পড়ুনওয়াসিম জাফরের কাঠগড়ায়ও মুশফিক–মাহমুদউল্লাহ১ ঘণ্টা আগেতবে চিরাচরিত প্রথা অনুযায়ী এখানেও একটা চাপা বিরোধিতা ছিল ভারতের। বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, দুই দেশের শীর্ষ ক্রিকেট কর্তাদের মধ্যে সেটি প্রকাশ পেয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের রয়্যাল লাউঞ্জেও। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের এসিসির দায়িত্ব নেওয়ার পথে ভারতের বাধা হয়তো টিকছে না। রীতি মেনে মহসিন নাকভিই আসছেন এসিসিপ্রধানের পদে। এসিসির আগামী বার্ষিক সভায় সেটি আনুষ্ঠানিকতা পাওয়ার কথা।
মহসিন নাকভিই আসছেন এসিসিপ্রধানের পদে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন য য়
এছাড়াও পড়ুন:
আথিয়া-রাহুল প্রথমবার মা-বাবা হলেন
মা হলেন বলিউড অভিনেত্রী সুনীল শেঠির কন্যা অভিনেত্রী আথিয়া শেঠি। গতকাল সোমবার কন্যাসন্তানের জন্ম দেন আথিয়া। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান। সংসারে নতুন অতিথির আগমনের এই সুখবর নিজেরাই জানালেন তারকা দম্পতি।
এ খবরের পর মেয়ে-জামাইয়ের পোস্ট শেয়ার করেছেন সুনীল শেঠি। প্রথমবারের মতো নানা হলেন এ অভিনেতা। আথিয়ার ভাই আহানও মামা হওয়ার আনন্দ শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ইন্ডাস্ট্রির বহু তারকা ও বন্ধুরাও এ দম্পতিকে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন একের পর এক।
কিছুদিন আগে সুনীল শেঠির রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-তে বলেছিলেন, তিনি পরবর্তী সিজনে তার নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে আসবেন। বলা যায়, এবার সেই ইচ্ছে পূরণের পথে অভিনেতার। শুধু তাই নয়, আথিয়ার অন্তঃসত্ত্বাকালীন অবস্থার কথা উল্লেখ করে সুনীল বলেন, ‘এই সময়টা প্রতিটি মেয়ের জীবনেই খুব সুন্দর। আমার মেয়ের ক্ষেত্রেও তার অন্যথা নয়। এমনকি আথিয়াকে সুন্দরী বলেও উল্লেখ করেছেন অভিনেতা।
২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দুজনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় একই বছরের জুনে। এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকার-ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেন রাহুল ও আথিয়া। সর্বশেষ ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।