ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়েন, বাংলাদেশকে কাছে টানছে চীন
Published: 25th, February 2025 GMT
বাংলাদেশের ২২ সদস্যের একটি প্রতিনিধিদল ১০ দিনের চীন সফর শুরু করেছেন। রাজনৈতিক নেতা, সুশীল সমাজের কর্মী, শিক্ষাবিদ ও সাংবাদিকদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি চীন সফরকালীন সময়ে দেশটির সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি দলের একজন নেতা সংবাদমাধ্যমটিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকদের মতে- বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বেইজিং ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে ভারতে নির্বাসিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ। ঢাকা তাকে প্রত্যর্পণের অনুরোধ করেছে কিন্তু দিল্লি তা প্রত্যাখ্যান করেছে।
আরো পড়ুন:
খ্যাতি সুন্দর একটি হাতব্যাগের মতো: শ্রুতি হাসান
‘কেমন সম্পর্ক চায়?’ ভারতের পাল্টা বাংলাদেশের
বেইজিংয়ে প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী বিএনপির এক জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান বিবিসিকে বলেন, “এটি মূলত একটি সৌজন্যমূলক সফর, যার উদ্যোগ বেইজিং নিয়েছে।”
তিনি আরো বলেন, “উদ্যোগটি অনন্য, কারণ চীন এবার বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলকে আমন্ত্রণ জানিয়েছে।”
প্রতিনিধিদলে বিএনপি ও তাদের মিত্রদের নেতা ছাড়াও গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু করা ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন। ওই অভ্যুত্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে।
শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দিল্লি ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ বিষয়টিকে তার সমালোচকরা ব্যাপকভাবে ভারতপন্থি হিসেবে দেখেছিলেন। শেখ হাসিনা ঢাকা-দিল্লির সম্পর্ক ঘনিষ্ঠ রাখলেও, বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে ভারসাম্য বজায় রেখেছিলেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর, চীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং ইসলামী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ আরো বাড়িয়েছে।
চলতি সপ্তাহে বাংলাদেশের প্রতিনিধি দলের এই সফরের আগে, জানুয়ারি মাসে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতি উপদেষ্টা তৌহিদ হোসেন বেইজিং সফর করেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন।
গত বছরের শেষের দিকে বেইজিং বিএনপি প্রতিনিধিদলকে আতিথ্য দেওয়ার পর, সাম্প্রতিক মাসগুলোতে এটি দ্বিতীয়বারের মতো বিএনপি কর্মকর্তাদের চীন সফর।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক শূন্যতা এবং ভারতের প্রভাবের অনুপস্থিতির কারণে বেইজিং প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।
চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৪ বিলিয়ন ডলার। বাংলাদেশের সামরিক সরঞ্জামের ৭০ শতাংশ আসে চীন থেকে।
বেইজিংয়ের সদিচ্ছার তুলনায়, গত ছয় মাসে ভারতের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে খুব সীমিত যোগাযোগ হয়েছে।
শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের অভিযোগে ডিসেম্বরে বিএনপি একটি বিক্ষোভ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাও একই বিষয়ে দিল্লির সমালোচনা করেছেন।
এই সমালোচনার পর দিল্লি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ‘তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়’ সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের।
তিনি বাংলাদেশের কর্মকর্তা ও রাজনীতিবিদদের ভারতের সমালোচনা করার বিষয়টিকে ‘একেবারে হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ঢাকা এবং দিল্লির মধ্যে এই ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ বক্তব্য বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিতে পারে। যা নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে ইতোমধ্যেই দেখা গেছে।
বেইজিং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো বিবিসিকে বলেন, “ভারত যদি মনে করে পুরো উপমহাদেশ তার একচ্ছত্র প্রভাবাধীন, তাহলে এমন মনোভাব ভারতকে ক্ষতিগ্রস্ত করবে।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন ত ক সরক র র ব এনপ
এছাড়াও পড়ুন:
নতুন দুই ফোন আনলো আইটেল
গ্লোবাল স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল, বাংলাদেশে গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টের মাধ্যমে তাদের নতুন ফ্ল্যাগশিপ এস২৫ সিরিজ উন্মোচন করেছে। এই সিরিজে রয়েছে দুটি মডেল এস২৫ এবং এস২৫ আল্ট্রা, যা ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
সম্প্রতি গ্র্যান্ড লঞ্চ ইভেন্টটি গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে অনুষ্ঠিত হয়। আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী সালহা খানম নাদিয়া এবং স্যামজোন, টেক ট্যু দ্য পয়েন্ট, প্রযুক্তি-সহ দেশের শীর্ষ টেক ইনফ্লুয়েন্সাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এস২৫ আল্ট্রা-তে রয়েছে ৬.৭৮-ইঞ্চি সুপার ব্রাইট থ্রিডি-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস সেভেন আই, যা স্মুথ ও টেকসই অভিজ্ঞতা একসাথে নিশ্চিত করবে। এছাড়াও ডিভাইসটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক। মেটাল ফ্রেম ও ৬.৯ মিমি আল্ট্রা-স্লিম বডির ফোনটিতে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি রয়েছে, যা এটিকে আরো প্রিমিয়াম ও দীর্ঘস্থায়ী করেছে।
আরো পড়ুন:
দেশের বাজারে রিয়েলমির পানিরোধী ফোন
বাংলাদেশে অনার ম্যাজিক ৬ সিরিজের ‘প্রো’ মডেল উন্মোচন
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহৃত হয়েছে টাইগার ৬২০ অক্টা-কোর প্রসেসর, আরো রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ + ১৬ জিবি (৮+৮) এক্সটেন্ডেড র্যাম, পাশাপাশি ৫০০০এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। মেইন ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ম্যাক্রো লেন্স এবং ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা চমৎকার ছবি ধারণ করতে সক্ষম। এছাড়াও, বিভিন্ন এআই ফিচার রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য- এআই ওয়ালপেপার, এআই নয়েজ রিডাকশন এবং আস্ক এআই ফিচার যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।
অন্যদিকে, এস২৫ মডেলের ফোনটিতেও রয়েছে দারুন সব ফিচার। যেমন: ৬.৭৮-ইঞ্চি সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৮০০-নিট পিক ব্রাইটনেস, যা দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। পাশাপাশি রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক, আইপি ৫৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং ৭.৩ মিমি স্লিম ডিজাইন।
পারফরম্যান্সের জন্য এতে রয়েছে পাওয়ারফুল টাইইগার ৬২০ প্রসেসর, পাশাপাশি ১২৮ জিবি স্টোরেজ + ১২ জিবি (৬+৬) এক্সটেন্ডেড র্যাম। এছাড়াও ভালো ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা। পাশাপাশি, আইআর রিমোট কন্ট্রোল, এনএফসি ও ডিটিএস-পাওয়ার্ড সাউন্ডসহ অনেক ফিচার, যা ব্যবহারকারীদের স্মার্ট লাইফস্টাইল আরো উন্নত করবে।
এস২৫ এবং এস২৫ আল্ট্রা দুটি মডেলেই ১০০ দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস এবং ২ বছরের ওএস আপডেট গ্যারান্টি রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য আরো নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করে।
ইভেন্টে আইটেল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ বলেন, “আমি নিজেও এস২৫ সিরিজের ফোন ব্যবহার করছি এবং আমার অভিজ্ঞতা অসাধারণ। আমি বিশ্বাস করি, এস২৫ সিরিজ ব্যবহারকারীদের দারুন অভিজ্ঞতা দেবে।”
আই স্মার্ট ইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, “আমরা বাংলাদেশের বাজারে এস২৫ সিরিজ উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য সেরা মানের প্রযুক্তি ও ইনোভেটিভ পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা। এই সিরিজটি আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন।”
আইটেল এস২৫ এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা এবং আইটেল এস২৫ আল্ট্রা-এর দাম ১৯ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ঢাকা/হাসান/ফিরোজ