ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য গঠিত কমিটির সদস্যসচিব সোহেল রানা।

গতকাল সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই করা বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ৬০৪ সদস্যবিশিষ্ট কমিটিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী রিয়াজুল ইসলামকে আহ্বায়ক ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সোহেল রানাকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন সাইফ খাঁ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ পেয়েছেন মো.

আশরাফ। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আশিক আহম্মেদ নূর ও যুগ্ম সদস্যসচিব করা হয়েছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী তাহসিন চৌধুরীকে।

মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থী আনিসুর রহমান ও সংগঠক হয়েছেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী লামিন ইসলাম। মুখপাত্র করা হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কাজী জেবা তাহসিন ও সহমুখপাত্র করা হয়েছে ফরিদপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী উম্মে হাবিবাকে।

নতুন কমিটির আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম বলেন, ‘ছয় মাসের জন্য আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে আমরা কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন শুরু করব। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের এসব কমিটিতে রাখা হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কল জ র শ ক ষ র থ সদস যসচ ব সরক র সদস য

এছাড়াও পড়ুন:

গুলশানে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে সমাবেশ

রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে মিছিল–সমাবেশ করেছেন রিকশাচালকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশানের কালাচাঁদপুর ও বনানী ১১ নম্বর সড়কে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে অংশ নেওয়া রিকশাচালকেরা অভিযোগ করেন, গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা ছাড়া অন্য কোনো ব্যাটারিচালিত রিকশা গুলশান এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রিকশাচালক কাইয়ুম প্রথম আলোকে বলেন, গুলশান সোসাইটির নিবন্ধন নেই, এমন অটোরিকশা গুলশান এলাকায় গেলে রিকশার ক্ষতি করা হচ্ছে। গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কালাচাঁদপুরে সমাবেশের সময় রিকশাচালকদের কেউ কেউ সড়কে শুয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল বন্ধ না করতে তাঁদের অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে বেশ কয়েকজন রিকশাচালক সড়কে শুয়েই থাকেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।

ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে গুলশান এলাকার সড়কে শুয়ে পড়েন রিকশাচালকেরা। পরে পুলিশ তাঁদের সেখান থেকে উঠিয়ে দেয়। ঢাকা, ১৯ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ