সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৪২ বারে ২০ লাখ ৭০ হাজার ৫৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭১৬ বারে ১৭ লাখ ৮ হাজার ১৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪১ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১১০ বারে ১৮ লাখ ৯৬ হাজার ৫০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–বারাকা পাওয়ারের ৪.

৫৯ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ৪.২৯ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৩.৯৮ শতাংশ, মোজাফফর স্পিনিংয়ের ৩.৭৭ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৩.৭০ শতাংশ, ফুওয়াং ফুডসের ৩.৫৫ শতাংশ এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের ৩.৪৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

কীওয়ার্ড: শ য় র দর

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে ডিক্রিরচর বন্ধু ফোরামের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

ফরিদপুরে ডিক্রিরচর বন্ধু ফোরামের উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের বায়তুল আমান রেলক্রসিং জামে মসজিদ চত্বরে এ ঈদসামগ্রী দেওয়া হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সমকাল প্রকাশক ও চ্যানেল ২৪এর পরিচালক আবুল কালাম আজাদ এবং ফরিদপুর জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি গোলাম রাব্বানী ভুঁইয়া রতন। 

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, একটি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে যদি তাদের অগ্রসর অংশ এভাবে দাঁড়ায় তাহলে সমাজে সব ক্ষেত্রে বৈষম্য কমে আসবে। 

তিনি আরও বলেন, একতাবদ্ধ জনগণ ইচ্ছা করলেই ভালো কিছু করতে পারে, তার উদাহরণ ২৪ এর গণঅভ্যুত্থান। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি।

সমকাল প্রকাশক ও ডিক্রীরচর বন্ধু ফোরামের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, ২০২০ সালে করোনার সময় জাতীয় জীবনের ক্রান্তিলগ্নে আর্তমানবতার সেবায় আত্মপ্রকাশ হয় এই সংগঠনের। আমরা সব সংকটে, দুর্যোগে, সুখে-দুঃখে নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া মানুষদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। 

সমাজসেবক ইয়াকুব আলী মুন্সির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ আয়োজনের সার্বিক সহায়তায় ছিলেন সমাজসেবক উজ্জ্বল পাল, বন্ধু ফোরাম উপদেষ্টা হারুনুর রশীদ, উপদেষ্টা লোকমান হোসেন,  উপদেষ্টা দেলেয়ার হোসেন, বন্ধু ফোরাম সভাপতি ইঞ্জিনিয়ার আমজাত হোসেন, সাধারণ সম্পাদক মো. সিদিদ্দকুর রহমান সেন্টু।
 

সম্পর্কিত নিবন্ধ