প্রধান উপদেষ্টার প্রতি দিতিকন্যার অনুরোধ
Published: 25th, February 2025 GMT
হামলাকারীদের গ্রেপ্তার ও নিজের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন আশি ও নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী।
কয়েক দিন আগে নিজের জমি দখলে বাধা দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে প্রায় ৪০জন সন্ত্রাসী লামিয়ার ওপরে হামলা করেন। শেষে প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফেরেন বলে দাবি করেছেন দিতিকন্যা লামিয়া চৌধুরী। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ রাখলেন তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে লিখেন, “শনিবার (২২ ফেব্রুয়ারি ) আমার মায়ের (প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি) গ্রামের বাড়ি, সোনারগাঁওতে আমাদের পারিবারিক জমি দখল করার উদ্দেশ্য নিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠী আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। লাঠি, দেশীয় অস্ত্র এবং ইট-পাথর নিয়ে তারা আমার ওপর নির্মম আঘাত হানে, যার ফলে আমি গুরুতর আহত হয়েছি এবং ইমিডিয়েট সার্জারি করা লাগবে।”
আরো পড়ুন:
সেন্সর পেরুলো ‘আতরবিবিলেন’
পরিচালক জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন
লামিয়ার ওপরে হামলার ঘটনাটিকে কেউ কেউ রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন বলে দাবি লামিয়ার। তার ভাষায়, “আমি গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু ব্যক্তি এই ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন এবং আমাকে রাজনীতির সঙ্গে জড়ানোর অপচেষ্টা করছেন। স্পষ্ট করে বলতে চাই, আমার বাবা, প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং মা, প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি, কেউই কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তারা ছিলেন সংস্কৃতির মানুষ, আমিও তাদের আদর্শেই চলেছি এবং চলব।”
প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়ে লামিয়া চৌধুরী বলেন, “এই হামলা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে জমি দখল ও আমাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। আমি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকব। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।”
সবশেষে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে দিতিকন্যা বলেন, “আমার এবং আমার পরিবারবর্গের নিরাপত্তার জন্য পর্যাপ্ত প্রোটেকশন চাই।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন ত অন র ধ র ওপর
এছাড়াও পড়ুন:
খুব শিগগিরই ইউসিবি ও ইসলামী ব্যাংকের লোন নিষেধাজ্ঞা প্রত্যাহার: গভর্নর
বেসরকারি খাতের ইউসিবি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে সু খবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। খুব শিগগিরই এসব ব্যাংকের লোন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং খাতের যে সমস্যা তা কম বেশি সবাই জানেন। খেলাপি ঋণে কয়েকটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। ৮৭ ভাগ পর্যন্ত একটা ব্যাংকের খেলাপি ঋণ ছাড়িয়েছে। একটা পরিবারের পাকেটেই গেছে।
তিনি বলেন, এখন ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হচ্ছে। যা সরকারি বেসরকারি সব ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বেশ কিছু সরকারি ব্যাংকও সমস্যায় আছে। বেশ কিছু ব্যাংক আমাদের সরাসরি সুপারভিসনে আছে। কোন ব্যাংককে আমরা কিভাবে রেজুলেশনের দিকে নিয়ে যাব তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আহসান এইচ মনসুর বলেন, আমি একটা সু-খবর দিতে চাই, একটা হলো ইসলামি ব্যাংক ও ইউসিবি, এই দুইটা ব্যাংক মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে আশা করি। তারা নতুন করে কোনো আর্থিক সাপোর্ট চাচ্ছে না। তাদের সাথে আলোচনা হচ্ছে। তাদের যে বিধি নিষেধগুলো আছে সেগুলো ধিরে ধিরে তুলে নেয়ার বিষয়ে। তারা লোন দিতে পারছে না, তারা যেন ছোট ছোট লোন দিতে পারে সেটা বিবেচনা করা হচ্ছে। তারা উন্নতির দিকে যাচ্ছে।
তিনি বলেন, বাকি ব্যাংক গুলোর বিষয়ে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। আমরা তাদের অ্যাসেট রিভিউ করছি। আগামী এপ্রিলের মধ্যে আমরা কিছু সিদ্ধান্ত নিব।
সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনা সেমিনারে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রমুখ।
এএ