ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রায় ১২ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতজন পানচাষি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশের পানের বরজে আগুন লাগে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনটি আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা চাষিরা হলেন- উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তবাপুর গ্রামের হারুন গাজির ছেলে আমজেদ আলী, আমজেদ আলীর ছেলে গফফার আলী, আমজেদ আলীর ছেলে হান্নান, নওয়াব আলীর ছেলে আরিফ, আকরাম হোসেনের ছেলে আশরাফুল, হারুন গাজির ছেলে আনসার গাজি ও বজলুর রহমানের ছেলে শিমুল হোসেন।
আরো পড়ুন:
সাজেক যেন যুদ্ধবিধ্বস্ত নগরী
সাজেকে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন
স্থানীয়রা জানান, মুহূর্তেই আগুন পানের বরজে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটে সবকিছু ছাই হয়ে গেছে। সাতজন চাষির প্রায় ১২ বিঘার মতো জমির পানের বরজ পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে তা কেউই জানেন না।
ক্ষতিগ্রস্ত কৃষক আমজেদ আলি বলেন, “আমরা শেষ হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ বলতে পরছেন না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে যে কোনো কিছুই অবশষ্টি নেই। বরজে সব ধরন্ত পান ছিল। সব বরজ নতুন করে তৈরি করতে হবে।”
কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত জানা যায়নি।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষা শেষে ফেরার পথে ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে জয় আহমেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন এলাকায় ঘাটে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৬ ঘন্টা চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি ।
নিখোজ, জয় আহমেদ চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের বাস চালক মারুফ মিয়ার ছেলে। সে এবছর পিআরডি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের পিআরডি হাইস্কুলের ৩৮ জন এসএসসি পরীক্ষার্থী সরকারী মুড়াপাড়া পাইলট স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষকদের সাথে একটি ট্রলার যোগে বাড়ী ফিরছিল।
ট্রলারটি চনপাড়াপূর্নবাসন কেন্দ্র এলাকার কাছাকাছি আসলে শিক্ষকদের নিষেধ করা সত্ত্বেও এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদ, ইফাজ, আসিফ, পরশ, ইসমাইল, তানভীর, আব্দুর রহমান ও রাকিব গোসল করতে নদীতে ঝাপ দেয়। এদের মধ্যে জয় আহমেদ ছাড়া বাকি সবাই তীরে উঠতে সক্ষম হয়।
এর পর থেকে নিখোঁজ জয় আহমেদ। বহু খোজাখুজির পর জয়কে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবন দেন পুলিশ। ঢাকা সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি নিখোজ জয়ের মরদেহ। সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেন ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধারে নামে বলে জানায় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের অধিনায়ক হুমায়ুন কবির।