বড় ভাই ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা। পরে তিনিও সেই সংগঠনে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন। ছাত্রজীবন শেষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর হাত ধরে সক্রিয় হন শ্রমিক রাজনীতিতে। গোপনে ভাসানীপন্থী ন্যাপের রাজনীতিতে জড়িত হন। একাত্তরের রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা ১৯৮১ সালে যোগ দেন বিএনপিতে। এরপর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন সরকারের মন্ত্রিসভায়।

চট্টগ্রামের বর্ষীয়ান এই রাজনীতিবিদের নাম আবদুল্লাহ আল নোমান। আজ মঙ্গলবার সকালে বিএনপির ভাইস এই চেয়ারম্যান ঢাকায় ইন্তেকাল করেছেন। রাজনৈতিক ঘরানার বাইরেও চট্টগ্রামে সব দলমতের মানুষের কাছে শ্রদ্ধার আসনে ছিলেন তিনি। অর্ধশতাব্দীর বেশি তাঁর রাজনীতির বয়স।

চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম নোমান। দীর্ঘদিন চট্টগ্রামে বিএনপির রাজনীতির নেতৃত্বও ছিল তাঁর হাতে। মহানগর, উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার প্রায় সব জায়গায় ছিল তাঁর নেতৃত্ব। এসব এলাকায় তাঁর অনুসারীরাই নেতৃত্বের আসনে থাকতেন সব সময়। তাঁকে ছাড়া চট্টগ্রামে বিএনপির রাজনৈতিক কর্মসূচিও একসময় যেন ছিল অকল্পনীয়।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম নেওয়া আবদুল্লাহ আল নোমানের বড় ভাই আবদুল্লাহ আল হারুন ছিলেন চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি। ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

ছাত্রজীবন শেষ করে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন। ১৯৭০ সালে তাঁকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ সালে যোগ দেন দলটিতে।

আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের কোতোয়ালি আসন থেকে এ পর্যন্ত বিএনপির হয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ সালে তাঁকে সরকারের মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন মেয়াদে তিনি খাদ্যমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এক–এগারোর সময় বিদেশে ছিলেন আবদুল্লাহ আল নোমান। ফিরে আসার পর দলে কোণঠাসা হয়ে পড়েন; সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা। সরকারবিরোধী আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে ২০২৩ সালের ১২ অক্টোবর অনুষ্ঠিত বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে দেখা যায়নি তাঁকে। প্রথমবারের মতো চট্টগ্রামে বিএনপির বড় কোনো কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি তখন নেতা-কর্মী ও বিএনপির সমর্থকদের হতাশ করে।

নোমানের অনুসারী নেতা-কর্মীরা জানান, সরকার পতনের আন্দোলনের কর্মসূচিতে অসুস্থ শরীর নিয়ে অংশগ্রহণ করেছেন নোমান। তবে নানা কারণে তাঁর অভিমানও ছিল। তাঁর হাত ধরে রাজনীতিতে আসা অনেকে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ পদে অবস্থান করলেও সেভাবে নোমানের মূল্যায়ন হয়নি দলে।

দীর্ঘদিন আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘মেহনতি মানুষের নেতা ছিলেন নোমান ভাই। চট্টগ্রামসহ বিএনপির রাজনীতিতে তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না। মাটি ও মানুষের এই নেতা মানুষের মনে থাকবেন অনন্তকাল।’

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার প্রথম আলোকে বলেন, আজ বিকেলে নগরের কাজীর দেউড়িতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। কিন্তু আর হয়ে ওঠেনি। এ জন্য সমাবেশ স্থগিত করা হয়েছে। আবদুল্লাহ আল নোমানের শূন্যতা দলে কখনো পূরণ হবে না।

আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী হিসেবে থাকা নুরুল আমিন জানিয়েছেন, আজ ঢাকার একাধিক স্থানে কয়েক দফায় জানাজা সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের গহিরায় আবদুল্লাহ আল নোমানের জানাজা হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল ল হ আল ন ম ন র প র র জন ত র জন ত ত ব এনপ র মন ত র কর ছ ন সরক র সদস য

এছাড়াও পড়ুন:

প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি করে চম্পট, অবশেষে পুলিশের জালে আশিষ

বলিউডের সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর অফিস থেকে রুপিভর্তি ব্যাগ চুরি গিয়েছিল। প্রীতমের অফিস কর্মচারী আশিষ সয়াল সেই ব্যাগ নিয়ে পালিয়েছিলেন বলে অভিযোগ ছিল। এত দিন পলাতক ছিলেন প্রীতমের অফিসের সেই অভিযুক্ত কর্মচারী। বেশ কয়েক দিন চোর-পুলিশ খেলার পর অবশেষে পুলিশের পাতা জালে ধরা পড়েছেন আশিষ।

গত ৪ ফেব্রুয়ারি প্রীতমের স্টুডিও থেকে ৪০ লাখ রুপিভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিলেন আশিষ। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া অর্থের ৯৫ শতাংশ উদ্ধার করা হয়েছে। মুম্বাই পুলিশ অভিযুক্ত ব্যক্তির থেকে উদ্ধার করেছে ৩৬ লাখ ৯১ হাজার রুপি, একটি ল্যাপটপ ও আইফোন। ট্রানজিট রিমান্ডে আশিষকে মুম্বাইতে এনেছে পুলিশ। জানা গেছে, পুলিশকে ধোঁকা দিতে অভিযুক্ত চুরি করার পর বেশ কয়েকবার স্থান বদল করেছেন, আর প্রায় ১০ ঘণ্টার মতো হেঁটেছেন। প্রায় ২০০টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ অবশেষে চোরের নাগাল পেয়েছে।

পুলিশ জানতে পেরেছিল, অভিযুক্ত কর্মচারী জম্মু-কাশ্মীরে গা ঢাকা দিয়ে আছেন। হোটেল ও রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ খোঁজ পেয়েছে যে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় আছেন আশিষ। সাম্বা জেলার সাম্বা রেলওয়ে স্টেশনের কাছে তাঁর লোকেশন পেয়েছিল তারা। পুলিশ স্থানীয় বাসিন্দাদের এক করে তাঁদের অভিযুক্ত ব্যক্তির অপরাধের কথা বলেছিল। এরপর স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় মনোহর গোপালা গ্রাম থেকে আশিষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে যে চুরি করা রুপিতে একটি আইফোন কিনেছেন অভিযুক্ত কর্মচারী।

৪ ফেব্রুয়ারি বেলা ২টা নাগাদ চুরির ঘটনাটি ঘটেছিল। ওই সময় এক প্রযোজনা সংস্থার কর্মচারী গোরেগাঁওতে প্রীতমের সংগীত স্টুডিওতে গিয়েছিলেন। সেই ব্যক্তি প্রীতমের ব্যবস্থাপককে একটি ব্যাগে করে ৪০ লাখ রুপি দিয়েছিলেন। লেনদেনের সময় আশিষ সয়াল উপস্থিত ছিলেন। প্রীতমের ব্যবস্থাপক রুপিভরা ব্যাগ সেখানে রেখে গিয়েছিলেন। পরে এসে তিনি দেখেন যে ব্যাগটি গায়েব। আশিষের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো জবাব দেননি। পরে মুঠোফোনটি বন্ধ করে দেন অভিযুক্ত আশিষ।

আরও পড়ুনসিমলা, মনীষাদের অসম প্রেমের এই ৭ সিনেমা দেখেছেন কি১৩ ফেব্রুয়ারি ২০২৫

এরপর তাঁর পুরো সন্দেহ গিয়ে পড়ে আশিষের ওপর। প্রীতমের ব্যবস্থাপক পুলিশকে পুরো ঘটনাটি জানান। আর আশিষের নামে মামলা দায়ের করেছিলেন তিনি। পুলিশ এরপর আদাজল খেয়ে অভিযুক্ত ব্যক্তিকে ধরার কাজে নেমে পড়েছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়াকে দোষারোপে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, ইউরোপীয়দের সঙ্গে বিভক্তি
  • দূরদূরান্ত থেকে ভাবির হোটেলে যে কারণে খেতে আসেন লোকজন
  • কুয়েট হামলায় সরকার কি দায় এড়াতে পারবে
  • নতুন মামলায় গ্রেপ্তার আমির হোসেন আমু
  • কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না আমু
  • পঞ্চকবিকে নিয়ে ‘পঞ্চদ্যুতি’
  • পাবিপ্রবিতে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা, খেলা স্থগিত
  • নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা হাসপাতালে ভর্তি
  • প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি করে চম্পট, অবশেষে পুলিশের জালে আশিষ