‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে উভয় দল জয় পাওয়ায় এই ম্যাচটি সেমিফাইনালে পা রাখার উপকরণ হয়ে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৫) যারা জিতবে তারাই সেমিফাইনালে পা দিয়ে রাখবে। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখন পর্যন্ত টসও করা যায়নি।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানের বড় ব্যবধানে হারায় আফগানিস্তানকে। অন্যদিকে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৫১ রান অনায়াসে টপকে অস্ট্রেলিয়া পায় দুর্দান্ত এক জয়। প্রোটিয়ারা ২ পয়েন্ট ও +২.

১৪০ নেট রান রেট নিয়ে আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে ২ পয়েন্ট ও +০.৪৭৫ রান রেট নিয়ে অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে।

আরো পড়ুন:

আমাদের দুটি বড় জুটির প্রয়োজন ছিল: শান্ত

পাকিস্তানকে নিয়ে ডুবল বাংলাদেশ

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ট্যাক্স-ভ্যাট আদায় হয় বাংলাদেশে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ট্যাক্স-ভ্যাট আদায় হয় বাংলাদেশে। আমরা প্রতিবছর ঋণ করে বাজেট বাড়াচ্ছি। যা কোনোভাবেই কাম্য নয়।

মঙ্গলবার রাজশাহীতে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, প্রকৃতপক্ষে ব্যবসায়ীরা ভ্যাট দেন না। ভ্যাট দেয় গ্রাহকরা। বলা হয়, ব্যবসায়ীরা সরকারের হয়ে ভ্যাট আদায় করে সরকারকে দেবেন। কিন্তু এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলে না। ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দেন। ফলে আমাদের ঋণ করে বাজেট বড় করতে হয়। এক্ষেত্রে ট্যাক্সের আওতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, উদ্যোগ নেওয়া হচ্ছে, এনবিআর শুধু অর্থ আদায় করবে। আর এ সংক্রান্ত আইন প্রণয়ন করবে আরেকটি প্রতিষ্ঠান। ভ্যাট-ট্যাক্স আদায়সহ অনেক সেবাকে অটোমেশনের আওতায় আনার প্রক্রিয়া জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। সুলতানগঞ্জ-মায়া নৌবন্দরে রাজস্ব আদায় প্রক্রিয়া দ্রুত চালু ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মেশিনারি পার্টস আমদানি করার বিষয়ে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে আলোচনা সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়া জেলার ব্যবসায়ী ও চেম্বার নেতারা অংশ নেন।

আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যানের বক্তব্যের আগে ব্যবসায়ী নেতারা বলেন, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এবং বর্ধিতহারে ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসায় টিকে থাকতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা আসন্ন বাজেটে করের আওতা সম্প্রসারণ এবং বিদ্যমান ব্যবসায় কর, ভ্যাট ও শুল্ক না বাড়ানোর পরামর্শ দেন।

সম্পর্কিত নিবন্ধ