অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা: বৃষ্টিতে টসে বিলম্ব
Published: 25th, February 2025 GMT
রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। নির্ধারিত সময়েও টস হতে পারেনি, দেরি হচ্ছে খেলা শুরুরও। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মাঠ এখনও কভারে ঢাকা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বৃষ্টির কারণে এখনো মাঠ খেলার উপযোগী হয়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় খেলা শুরু নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একটি করে জয় পাওয়া দুই দলের জন্যই ম্যাচটি সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ। তাই টস এখানে বড় ফ্যাক্টর হতে পারে, বিশেষ করে আবহাওয়া ও পিচের কারণে। অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স ক্যারি মনে করছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে হলে তাদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা এখন দুর্দান্ত খেলছে, তাদের স্কোয়াডেও দারুণ ভারসাম্য রয়েছে। আমরা আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছি, সেটার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। টস জিতলে আমরা আগে ব্যাটিং করে বড় স্কোর গড়তে চাইব, আমাদের লক্ষ্য ৪০০ রান তোলা।’
তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতলে আগে ফিল্ডিং করতে চান। তার মতে, রান তাড়া করাই এই উইকেটে সহজ হতে পারে। তিনি বলেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংবান্ধব, রান তাড়া করাটা সহজ হতে পারে। তবে টস আমাদের পক্ষে না গেলে, প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতেই হবে।’ ম্যাচটি কখন শুরু হবে, তা নির্ভর করছে বৃষ্টির অবস্থা ও মাঠের প্রস্তুতির ওপর।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভোলায় সংঘর্ষ ঠেকাতে যাওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
ভোলায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। ওই বিএনপি নেতা সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলেন বলে জানা গেছে।
এদিকে এ হত্যাকাণ্ডের পর নিহত ব্যক্তির স্বজন, এলাকাবাসী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভোলা-ভেলুমিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন হাওলাদার (৬০)। তিনি ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
এলাকাবাসী, নিহতের স্বজন, গ্রাম পুলিশ ও ভোলা সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, কুঞ্জপট্টি মৌজায় মো. ইব্রাহীম রাঢ়ি নামের এক ব্যক্তি ৫ শতক জমি কেনেন। তবে পাশের জমির মালিক মো. আলম ব্যাপারী ওই জমি তাঁর বলে দাবি করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে। এ নিয়ে অনেকবার সংঘর্ষ-সংঘাত হয়েছে। গতকাল সোমবার ঈদের দিনেও এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে আজ বেলা ১১টার দিকে দুই পক্ষ লাঠিয়াল ভাড়া করে জমি দখল করতে যায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে গুরুতর আহত হন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন হাওলাদার। বিকেলে বরিশালে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বিএনপি নেতা জামাল উদ্দিন বাধা হয়ে দাঁড়িয়ে বলেন, ‘তোমরা মারামারি বন্ধ করো, আমি তোমাদের সমস্যা সমাধান করে দেব।’ এ সময় জামাল উদ্দিনের মাথায় ও শরীরে এলোপাতাড়ি পেটানো শুরু করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে প্রথমে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু বাড়ি আনার সময় পথে নড়ে উঠলে তাঁকে আবার বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানের চিকিৎসক বিকেল ৫টার দিকে পরীক্ষা করে তাঁকে আবার মৃত ঘোষণা করেন।
ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামাল উদ্দিন দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলেন। কিন্তু ইব্রাহীম রাঢ়ির ছেলে তাঁর মাথায় প্রথম আঘাত করেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় কোনো পক্ষের অভিযোগ পাননি। পেলে ব্যবস্থা নেবেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।