অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা: বৃষ্টিতে টসে বিলম্ব
Published: 25th, February 2025 GMT
রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। নির্ধারিত সময়েও টস হতে পারেনি, দেরি হচ্ছে খেলা শুরুরও। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মাঠ এখনও কভারে ঢাকা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বৃষ্টির কারণে এখনো মাঠ খেলার উপযোগী হয়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় খেলা শুরু নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একটি করে জয় পাওয়া দুই দলের জন্যই ম্যাচটি সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ। তাই টস এখানে বড় ফ্যাক্টর হতে পারে, বিশেষ করে আবহাওয়া ও পিচের কারণে। অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স ক্যারি মনে করছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে হলে তাদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা এখন দুর্দান্ত খেলছে, তাদের স্কোয়াডেও দারুণ ভারসাম্য রয়েছে। আমরা আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছি, সেটার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। টস জিতলে আমরা আগে ব্যাটিং করে বড় স্কোর গড়তে চাইব, আমাদের লক্ষ্য ৪০০ রান তোলা।’
তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতলে আগে ফিল্ডিং করতে চান। তার মতে, রান তাড়া করাই এই উইকেটে সহজ হতে পারে। তিনি বলেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংবান্ধব, রান তাড়া করাটা সহজ হতে পারে। তবে টস আমাদের পক্ষে না গেলে, প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতেই হবে।’ ম্যাচটি কখন শুরু হবে, তা নির্ভর করছে বৃষ্টির অবস্থা ও মাঠের প্রস্তুতির ওপর।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পরবর্তী তথ্য উপদেষ্টা হিসেবে যাঁকে নিয়ে আলোচনা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে।
নাহিদ ইসলামের পদত্যাগের পর এখন এই দুই মন্ত্রণালয়, বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাধারণত উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনিই উপদেষ্টাদের দপ্তর বণ্টন করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদে আজই দপ্তর পুনর্বণ্টনের সম্ভাবনা কম। তবে শিগগিরই তা হতে পারে। সরকারি একটি সূত্র জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে সরকারের আরেক উপদেষ্টা মো. মাহফুজ আলম আসতে পারেন বলে আলোচনা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজ আলম। আন্দোলনে তিনি রাজনৈতিক-বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন। গণ–অভ্যুত্থানের পরে ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি।