বেসরকারি সংস্থা ইউসেপ বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থায় ঢাকায় হেড অফিসে ডিরেক্টর, পিপল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ডিরেক্টর, পিপল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন

পদসংখ্যা: ১

যোগ্যতা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/আইন/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেতৃত্বের পর্যায়ে (ডিরেক্টর/হেড অব ডিপার্টমেন্ট) অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সামাজিক উন্নয়নকাজের আগ্রহ থাকতে হবে। এইচআর মেট্রিকস, আইডেন্টিফাই ট্রেন্ডস ও ডেটা ড্রাইভেন সলিউশনে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। এমএস অফিস প্যাকেজসহ এইচআর সফটওয়্যারের (ইআরপি, এইচআরএমএস) কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫২ বছর। অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ইউসেপ হেড অফিস, মিরপুর-২, ঢাকা

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ৫০৪২২ ফেব্রুয়ারি ২০২৫

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, মুঠোফোন ও ইন্টারনেট বিল, গোষ্ঠী বিমা, সপ্তাহে দুই দিন ছুটিসহ সার্বক্ষণিক গাড়ির সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ইউসেপ বাংলাদেশের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৫।

আরও পড়ুনআন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন ৯৩ হাজার, দুদিন ছুটি২১ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনরোটারি ইন্টারন্যাশনালের ১৩০ ফেলোশিপ, অস্ট্রেলিয়া–যুক্তরাজ্য–যুক্তরাষ্ট্র–জাপান–তুরস্ক ও উগান্ডায় পড়াশোনা৬ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্র্যান্ডে কাজের সুযোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির উদ্যোগ নেয় উদ্ভাবনী ব্র্যান্ড হুয়াওয়ে। সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় পাশ করা মাত্রই উজ্জ্বল পেশাজীবন পান, সেটাই ছিল আয়োজনের মূল লক্ষ্য বলে জানায় উদ্যোক্তারা।

চুয়েটের কয়েকটি বিভাগ থেকে প্রায় তিনশ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেয়। যার মধ্যে ছিল বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা ও ইন্টারভিউ সেশন। নির্বাচিত শিক্ষার্থীরা উদ্ভাবনী ব্র্যান্ডে সরাসরি কাজের সুযোগ পাবেন। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে মো. ফারা নেওয়াজ সেশন পরিচালনা করেন। তিনি বৈশ্বিক ও জাতীয় টেলিকম শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট খাতে উদ্ভাবনী ব্র্যান্ডের অবদান নিয়ে আলোচকপাত করেন।

হুয়াওয়ে ব্র্যান্ডের এইচআর ডিরেক্টর লিনজিয়াও বলেন, নিয়মিত ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে আমরা নতুন স্নাতকের জন্য কাজের সুযোগ তৈরি করছি, যেন তারা দেশের প্রযুক্তিগত মানোন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। নতুন গ্র্যাজুয়েট ও অভিজ্ঞতার পরিবার ও সমন্বয়টা জরুরি। সদ্য স্নাতকরা নিত্যনতুন ধারণা নিয়ে কাজ করতে পারে। চুয়েটে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, যাদের নিজেদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পেরেছি।

কর্মসূচি প্রসঙ্গে সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী বলেন, ক্যাম্পাস রিক্রুটমেন্ট আমাদের শিক্ষার্থীরা আইসিটিতে বিশ্বের সেরা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগে মূল্যবান প্ল্যাটফর্ম দিয়েছে। উদ্যোক্তা প্রযুক্তি ব্র্যান্ড শিল্পখাতের চাহিদা পূরণে তাদের আরও বেশি সম্যক ধারণা দেওয়ার সঙ্গে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ দিয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, যদি আইসিটি ও টেলিকম খাতের সেরা নির্মাতার প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাই, তাহলে দারুণভাবে ক্যারিয়ারের সূচনা হবে। সিনিয়রদের কাছে শুনেছি, পারফরম্যান্সই হুয়াওয়ে ব্র্যান্ডের চালিকাশক্তি। কর্মসূচিতে অংশ নিয়ে অনুপ্রাণিত। বৃদ্ধিবৃত্তিক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তাই দৃঢ় প্রতিজ্ঞ।

হুয়াওয়ে ব্র্যান্ডের সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ, এইচআর ম্যানেজার ওমর হায়দার মাসফিক আহমেদ ও অ্যাসিস্টেন্ট এইচআর ম্যানেজার মো. খালিদ হোসেন, চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সামসুল আরেফিন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মেহেদী হাসান চৌধুরী সরাসরি কর্মসূচিতে অংশ নেন। উদ্ভাবনী ব্র্যান্ড হুয়াওয়ে বেশিরভাগ কর্মীকে স্থানীয় জনবল থেকে নিয়োগ দেয়। তারা শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বের অন্যসব দপ্তরেও বিশেষ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করছে।

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্র্যান্ডে কাজের সুযোগ