নারায়ণগঞ্জে ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে
Published: 25th, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে করা তিন মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে জুনাইদ আহমেদের ২০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাঁকে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম প্রথম আলোকে বলেন, সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক ৩ মামলায় ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে জুনাইদ আহমেদকে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়ে গেছেন।
রিমান্ড শুনানি শেষে সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জুনাইদ আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে সদর মডেল থানায় আবুল হাসান হত্যা মামলায় পাঁচ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানায় শরীফ হোসেন ও সোলাইমান—এই দুই হত্যা মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুনাইদ আহমেদের নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যার ঘটনায় জুনাইদ আহমেদকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনটি মামলার এজাহারে তিনি ৪ ও ৫ নম্বর আসামি। তিনি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন; ইন্টারনেট সেবা বন্ধ করে দেশবাসীকে এই বিষয়গুলো জানা থেকে সর্বোচ্চ বিরত রাখার চেষ্টা করেছিলেন।
গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরদিন ৬ আগস্ট বেলা তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুনাইদ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১২ দ ন র র ম ন ড ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলায় প্রকাশিত শফিক আরজু`র কাব্যগ্রন্থ এই দিগন্ত
১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেব্রুয়ারী মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলা।
মেলাকে ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের চলে আনন্দ মিলন মেলা। এই অমর একুশে বইমেলায় প্রকাশপেলো নারায়ণগঞ্জ জেলা হাজীগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম আরজু'র একটি কবিতার বই।
এটি তার দ্বিতীয় কাব্যগন্থ। কাব্যগন্থটির নাম "এই দিগন্ত " । বইটির প্রকাশনা প্রতিষ্ঠান রৌদ্র ছায়া । কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু নামে সকলের কাছে পরিচিতহলেও বইটিতে তার কাব্যিক নাম প্রকাশ পায় শফিক আরজু নামে।
কাব্যিক শফিক আরজু'র জন্ম ১৯৭৫। ছাত্র জীবন থেকেই তার লেখা লিখির প্রতি আগ্রহ। আরজু বহুগুণের প্রতিভাময় একজন ব্যক্তি। তিনি এ পযন্ত বিভিন্ন সামাজিক সেবামূলক, মানবাধিকার সংস্থা, সাহিত্য ও সাংবাদিক সংগঠনে জড়িত থেকে দক্ষতার সহিত নেতৃত্ব দিয়েছেন এবং সততা ও নিষ্ঠার সহিত কাজ করছেন ।
তার প্রথম কাব্য গন্থ ২০১৬ সালে প্রকাশ হয় ছায়াবীথি প্রকাশনা থেকে প্রতিক্ষার প্রহর। তার লেখা কবিতা গল্প প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হচ্ছে সাহিত্যের ছোট কাগজ , দৈনিক পত্রিকা, সাহিত্য সাময়িকীসহ যৌথ কাব্যগ্রন্থে।
তিনি বর্তমানে সাহিত্য সাময়িকী কাব্য ছন্দ নামে তার সম্পদনায় একটি সাহিত্যের ছোট কাগজ বের করে যাচ্ছেন এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রস্ট সাংবাদিক সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন ।
তার পিতা মৃত হাজী আকবর হোসেন ও মাতা মরহুমা রোকেয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান । শফিক আরজু'র একমাত্র কন্য অনিছা তারান্নুম অমি ও স্ত্রী এড. শারমিন আক্তার রেখা'কে নিয়ে সুখের ছোট্ট সংসার।
এই দিগন্ত কাব্য গন্থ বইটি লেখক সহজ সরল ভাষায় প্রেম বিরহ আনন্দ বেদনা ও জগৎ সংসারের চিত্র তার লিখনির মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সকল শ্রণী পাঠক বইটি পড়ে আনন্দ পাবেন বলে লেখক আশাবাদী। বইটি বাংলা একাডেমি ও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ জিয়া হলের অমর একুশে বইমেলার রৌদ্রছায়া স্টলে পাওয়া যাচ্ছে।