ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। ‘স্বর্গ’ শিরোনামের গানের মিউজিক ভিডিওটি বড় আয়োজনে নির্মিত হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমরান।

‘স্বর্গ’ গানের কাব্যমালা সাজিয়েছেন সুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন শেখ লিমন। সুর ও সংগীতায়োজনে ছিলেন আভরাল সাহি।

কাজটি করতে পেরে উচ্ছ্বসিত রুকাইয়া জাহান চমক বলেন, “এ পর্যন্ত অসংখ্য মিউজিক ভিডিওর অফার পেয়েছি কিন্তু করা হয়নি। স্বর্গ গানটি যখন শুনলাম তার পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাইয়ের ভিডিও প্ল্যান শোনার পর ভীষণ ভালো লাগে। তখন আমার মনে হয়, কাজটি করা উচিত। কাজটি করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।”

আরো পড়ুন:

৮ বছরের পরিচয়, অতঃপর অভিনেত্রীর বিয়ে

বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব

গায়কি ও ভিডিও নির্মাণের প্রশংসা করে মডেল ইমরান বলেন, “গানের সঙ্গে মিল রেখে দুর্দান্ত ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই। আমার বিশ্বাস, আপনাদেরও ভালো লাগবে।”

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে ভিন্ন আঙিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা মাহিন আওলাদ। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘আভরাল সাহির’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

আভরাল সাহির বলেন, “স্বর্গ’ চমৎকার একটি রোমান্টিক গান। আর গানের সাথে মিল রেখেই দারুণ ভিডিও নির্মাণ করছেন মাহিন ভাই। লিমন ভাই অসাধারণ গেয়েছেন। আশা করছি, গান এবং ভিডিও সবার ভালো লাগবে।”

মিউজিক ভিডিওটির ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান, কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল, রূপসজ্জার দায়িত্বে ছিলেন রিপন মিয়া, কস্টিউম করছেন ইমন খন্দকার, কালার করেছেন রাকিব আহমেদ, সম্পাদনা করেছেন সামি আহাম্মেদ, পোস্টার ডিজাইনে ছিলেন মোয়াজ্জেম হোসেন।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক স বর গ কর ছ ন

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুষ্টিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত সময়ের মধ্যে সদর ও খোকসা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশাররফ হোসেন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গত রাতে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

আরো পড়ুন:

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

নিহতরা হলেন- রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। আহত যুবকের নাম তানভীর গণি (২৩)।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দি‌কে খোকসা উপজেলার বিলজা‌নি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিট‌কে পড়ে মঈনুদ্দিন শেখ (৭০) নামের এক নির্মাণশ্রমিক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার শিমু‌লিয়া গ্রামের মৃত চতুর আলীর ছেলে।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ