খ্যাতি চিরস্থায়ী জিনিস না, এটি একটি সুন্দর হাতব্যাগের মতো: শ্রুতি হাসান
Published: 25th, February 2025 GMT
ভারতীয় জনপ্রিয় অভিনেতা কমল হাসান-সারিকা দম্পতির কন্যা শ্রুতি হাসান। বাবা-মা উভয়ে তারকা হওয়া সত্বেও ছোটবেলা থেকেই বাবা-মায়ের খ্যাতি এড়িয়ে চলার চেষ্টা করতেন শ্রুতি। এজন্য অপরিচিতদের কাছে নিজের ভুয়া নাম বলতেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।
কয়েক দিন আগে একটি নারী ক্রিকেট টুর্নামেন্টের মধ্যবর্তী অনুষ্ঠানে পারফর্ম করতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন শ্রুতি হাসান। তার ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘থ্রি’ সিনেমা খ্যাত এই অভিনেত্রী।
শ্রুতি হাসান বলেন, “আমার বাবা-মা (অভিনেতা কমল হাসান ও সারিকা) বিখ্যাত ব্যক্তিত্ব। এই পরিচয় আমার বিরুদ্ধাচরণ ছিল। এজন্য আমি ভুয়া নাম ব্যবহার করতাম। যাতে আমার বাবা-মায়ের খ্যাতির সঙ্গে আমাকে না জড়ায় এবং কেবল একজন মানুষ হিসেবে বিবেচনা করেন।”
খ্যাতিকে হাতব্যাগের সঙ্গে তুলনা করে শ্রুতি হাসান বলেন, “খ্যাতি চিরস্থায়ী জিনিস না, এটি খুবই ক্ষণস্থায়ী। এটি একটি সুন্দর হাতব্যাগের মতো। আপনি যদি পাথর দিয়ে এটি পূর্ণ করেন, তবে আপনার কাঁধে ব্যথা করবে। সুতরাং খ্যাতি আপনাকে খুব হালকাভাবে বহন করতে হবে। কারণ এটি চিরস্থায়ী নয়। যদি কেউ মনে করেন, খ্যাতির উপরে ভিত্তি করে তার আশা-স্বপ্ন, ভবিষ্যৎ গড়বেন, তাহলে সে আকাশে দুর্গ তৈরি করছেন।”
স্বাধীনচেতা শ্রুতি হাসান মাত্র ৬ বছর বয়সে গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রাখেন। ২০১১ সালে তেলেগু সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। পরের বছরই ‘থ্রি’ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। পরের গল্প সকলেরই জানা।
বর্তমানে শ্রুতির হাতে ‘সালার টু’, ‘কুলি’ সিনেমার কাজ রয়েছে। ‘সালার টু’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। এটি পরিচালনা করবেন প্রশান্ত নীল। তথ্যসূত্র: বম্বে টাইমস
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জের তিন হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জে তিনটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত শুনানি শেষে এই ঘোষণা দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, তিনটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিদ্ধিরগঞ্জ থানায় ২টি এবং সদর থানায় ১টি হত্যা মামলায় এই রিমান্ড দেয়া হয়।
তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জের ২টি হত্যা মামলায় ৭ দিন করে ১৪ দিন ও সদর থানায় ১টি হত্যা মামলায় ৫ দিন রিমান্ড আবেদন করলে আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে পৃথক স্থানে তিনজন নিহত হন। মামলা গুলো হলো -গত ২৪ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় করা আহসান কবির শরিফ, ২২ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানায় করা হাফেজ সোলায়মান ও ১৭ আগস্ট সদর মডেল থানায় করা আবুল হাসান স্বজন হত্যা মামলা। সেই হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে আসামি করা হয়।