আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর এখন বাঁচা-মরার লড়াইয়ে নামতে হচ্ছে দলটিকে। এমন গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন পেসার ব্রাইডন কার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির ঘোষণায় জানানো হয়েছে, চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলা সম্ভব নয় কার্সের। তিনি দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। তবে পুরোপুরি সুস্থ হতে তার কতদিন সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়।

শেষ চারে জায়গা করে নিতে মরিয়া ইংল্যান্ড দ্রুত কার্সের বদলি খেলোয়াড়ও ঘোষণা করেছে। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী লেগ-স্পিনার রেহান আহমেদ। ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলে ১০ উইকেট শিকার করেছেন রেহান।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জস ইংলিশের দুর্দান্ত সেঞ্চুরির পরও ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ওই পরাজয়ের পর গ্রুপ বি-তে কঠিন অবস্থানে রয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বুধবার আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংলিশদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১ মার্চ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিভিসি ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সিভিসি ফাইন্যান্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম মাহমুদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল পালন করা হয়।

অনুষ্ঠানে মাহমুদ হোসেনের পরিবারের সদস্যবৃন্দ, সিভিসি ফাইন্যান্সের পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ এবং সিভিসি ফাইন্যান্স গ্রুপের (সিভিসি ফাইন্যান্স লিমিটেড, সিভিসি ব্রোকারেজ লিমিটেড, সিএপিএম এডভাইজারি লিমিটেড এবং অন্যান্যদের) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকসভা ও দোয়া মাহফিলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত কবি ও সাংস্কৃতিক-ব্যক্তিত্ব সৈয়দ আল ফারুক, প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তোয়াফেল কবীর খান, সিভিসি ফাইনান্সের পরিচালক বিশিষ্ট সঙ্গীতশিল্পী নাহিদ নাজিয়া, মরহুমের সহধর্মিনী মিসেস আম্বারিন চৌধুরী, প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ মোল্লা এবং সিভিসির ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্বে) সামি হুদা।

এস এম মাহমুদ হোসেনের নিরলস পরিশ্রম ও সাহসী নেতৃত্ব, প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে সিভিসি ফাইন্যান্স লিমিটেড এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাঁর রেখে যাওয়া মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আজও বয়ে নিয়ে চলছে।

এসময় অতিথিবৃন্দ তাঁর জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ