রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের প্রেসবক্স দেখে অবাক মেহেদী হাসান মিরাজ। এত বড় আর এত সুন্দর প্রেসবক্স, মাঠটাও এত ভালো দেখা যায় এখান থেকে! এসব বলতে বলতে মিরাজের মুগ্ধতা গড়াল রসিকতায়, ‘এজন্যই তো আপনারা লিখতে পারেন ও ভালো ব্যাটিং করে নাই, ও ভালো বোলিং করে নাই, ওর এই সমস্যা…।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলিয়ে দিতে মিরাজকে মিক্সড জোনে নিয়ে এসেছিলেন বাংলাদেশ টিম ম্যানেজার রাবীদ ইমাম। রাওয়ালপিন্ডির সুসজ্জিত প্রেসবক্স নিয়ে তাঁর কথা, ‘এই প্রেসবক্সে বসে যদি আপনারা গত বছরের টেস্ট সিরিজটা কাভার করতেন, তাহলে বেশি ভালো লাগত।’

রাওয়ালপিন্ডির মাঠে গত বছরের আগস্টে টেস্ট সিরিজে পাকিস্তানকে ২–০তে হারিয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি তাজা থাকতে থাকতেই কাল একই মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশের বিদায় ঘটে গেছে। মিক্সড জোনে মিরাজের কথায় তাই মিশ্র প্রতিক্রিয়া। একবার ফিরে যান গত বছরের টেস্ট সিরিজে, আরেকবার ফিরে আসেন নিউজিল্যান্ডের সঙ্গে ৫ উইকেটে হারা ম্যাচে।

সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে মিরাজ হেঁটে গেলেন প্রেসবক্সের বাইরের দেয়াল ঝুলানো পিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডের দিকে। অনেকগুলো বোর্ডের মধ্যে তিনি এগিয়ে গেলেন বিশেষ একটির দিকে। গত আগস্টের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। সেই সূত্রে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম আছে তাঁরও। কাছে গিয়ে এই মাঠে ৫ উইকেট পাওয়া বোলারদের তালিকায় নিজের নামটি দেখে একটু যেন স্মৃতিকাতর হলেন তিনি, ‘ও…এখানে…সেই টেস্টটা…।’

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম আছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের নামও.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র সবক স

এছাড়াও পড়ুন:

সিভিসি ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সিভিসি ফাইন্যান্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম মাহমুদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল পালন করা হয়।

অনুষ্ঠানে মাহমুদ হোসেনের পরিবারের সদস্যবৃন্দ, সিভিসি ফাইন্যান্সের পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ এবং সিভিসি ফাইন্যান্স গ্রুপের (সিভিসি ফাইন্যান্স লিমিটেড, সিভিসি ব্রোকারেজ লিমিটেড, সিএপিএম এডভাইজারি লিমিটেড এবং অন্যান্যদের) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকসভা ও দোয়া মাহফিলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত কবি ও সাংস্কৃতিক-ব্যক্তিত্ব সৈয়দ আল ফারুক, প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তোয়াফেল কবীর খান, সিভিসি ফাইনান্সের পরিচালক বিশিষ্ট সঙ্গীতশিল্পী নাহিদ নাজিয়া, মরহুমের সহধর্মিনী মিসেস আম্বারিন চৌধুরী, প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ মোল্লা এবং সিভিসির ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্বে) সামি হুদা।

এস এম মাহমুদ হোসেনের নিরলস পরিশ্রম ও সাহসী নেতৃত্ব, প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে সিভিসি ফাইন্যান্স লিমিটেড এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাঁর রেখে যাওয়া মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আজও বয়ে নিয়ে চলছে।

এসময় অতিথিবৃন্দ তাঁর জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ