ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে গেছে। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার সময় বিত্তিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাষ্টমস মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা সোহাইল নামের বাস। বাসটি বৃত্তিপাড়া নামক স্থানে পৌঁছালে সামনে থাকা অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের ধানক্ষেতে উল্টে পড়ে যায়। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া ও ইবি মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর থেকে বাসটির চালক ও হেলপার পলাতক। চালকের অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনার ঘটে বলে জানান বাসে থাকা শিক্ষার্থীরা। তারা জানান, এই বাসটি সবসময়ই অতিরিক্ত গতিতে চালায়। তাদের বাস চালানোর গতি সুবিধাজনক নয়। আজকেও তেমন হয়েছে। অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.

শাহীনুজ্জামান বলেন, শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। অনেকেই আহত হয়েছে। ১২ জন আহতকে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮ জনকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে। ৪ জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করার কাজ চলছে। আমি আছি এখানেই। কারোর উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আহত ব স দ র ঘটন

এছাড়াও পড়ুন:

শেরপুরে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ (৪৪)। তিনি বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান এলাকার মৃত আ. মালেকের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক চালক।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

আরো পড়ুন:

কবরের ওপর পড়ে ছিল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ

রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে।’’

ঢাকা/তারিকুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ