বাটলারের সাফ কথা: টিকটক, রিলস...এসবে মত দেব না
Published: 25th, February 2025 GMT
বাফুফে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় ‘খনার মেলা’
চৈত্রসংক্রান্তিতে নেত্রকোনায় উদযাপিত হলো দিনরাতব্যাপী ‘খনার মেলা’। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খনার মেলা নিয়ে শিল্পী কফিল আহমেদের সুরারোপিত ‘বৃষ্টি হবে চোখে মুখে’ গানটি মঙ্গলঘর পরিসরের শিল্পীদের সম্মিলিত পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধন হয়।
আঙ্গারোয়া গ্রামের উঠান মঞ্চে দিনরাতব্যাপী আয়োজনের শুরুতে বাউল গান ও গাইন গীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন। এরপর উপস্থিত কয়েক হাজার দর্শক-শ্রোতার অংশগ্রহণে খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা আবদুল গফুর, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকী বিল্লাহ ও মিজানুর রহমান। আলোচনা শেষে শেফালি বয়াতির গান পরিবেশনের মধ্য দিয়ে গানের পর্ব শুরু হয়।
গান করেন শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও গানের দল, সমগীত, রাজু (সহজিয়া), পদ্ম (চিৎকার), মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুণ শিল্পী ফয়সাল, উদয়, সুমন, হৃদয়সহ আরও অনেকে।