ইউক্রেনে স্বঘোষিত রুশ ভূখণ্ড দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিঝঝিয়াসহ বিভিন্ন অঞ্চলের বিরল খনিজ সম্পদের উন্নয়নে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল সোমবার রাশিয়া-১ টিভির সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন।

সাক্ষাৎকারে পুতিন বলেন, বিরল খনিজ নিয়ে চুক্তির জন্য ইউক্রেনকে মার্কিন প্রশাসন যে চাপ দিচ্ছে, সে বিষয়ে উদ্বিগ্ন নয় মস্কো। দেশটিতে মজুত বিরল খনিজ সম্পদের প্রকৃত মূল্য কত, সেটি এখনো বোঝার বাকি আছে বলে উল্লেখ করেন তিনি।

পুতিন বলেন, অর্থনীতির একাধিক ক্ষেত্রে বিরল খনিজের গুরুত্ব বিবেচনা করে মস্কো এ সম্পদের উন্নয়নে মনোনিবেশ করবে।

সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোর প্রতি ইঙ্গিত করে পুতিন জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের মার্কিন অংশীদারদের কাছে বিষয়টি নিয়ে প্রস্তাব দিতে প্রস্তুত থাকব.

..যদি তারা একসঙ্গে কাজ করার আগ্রহ দেখায়।’

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘বিরল খনিজ সম্পদসমৃদ্ধ দেশগুলোর একটির নেতা হিসেবে রাশিয়া এ সম্পদের ভূগর্ভস্থ মজুতের উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। এ ক্ষেত্রে নতুন অঞ্চলগুলোও (ইউক্রেনে দখল করে নেওয়া ভূখণ্ড) অন্তর্ভুক্ত করা হবে। আমাদের নতুন ঐতিহাসিক অঞ্চলগুলো, যা রুশ ফেডারেশনে ফেরত এসেছে, সেগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ বিরল খনিজের মজুত রয়েছে।’

২০২২ সালে গণভোটের পর দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চল রুশ ফেডারেশনে যোগ দেয়।

ফোর্বসের অনুমান, ২০২৩ সালে ইউক্রেনে প্রায় ১৫ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদের মজুত ছিল। দেশটির মোট খনিজ সম্পদের প্রায় অর্ধেকই দোনেৎস্ক ও লুহানস্কে অবস্থিত।

আরও পড়ুনখনিজ নিয়ে চুক্তির দ্বারপ্রান্তে ইউক্রেন–যুক্তরাষ্ট্র১৪ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন ক জ কর

এছাড়াও পড়ুন:

সাভারে চলন্ত বাস থেকে চাকুসহ ৩ ছিনতাইকারী আটক

ঢাকা জেলার সাভারে মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে তল্লাশীর সময় চাকুসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা বাসে যাত্রীবেশে ভ্রমণ করছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করার বিষয়টি জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর।

আটকরা হলেন- ঢাকা জেলার নববাগঞ্জ থানার কৈইলাইল গ্রামের তানভির হোসেন তামিম (১৮), ময়মনসিংহ জেলার পাগলা থানার বামনখালী গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে মো. সোহানুর রহমান (১৮) ও ঢাকার সাভার পৌরসভার মো. জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (১৯)। তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন পুলিশ।

পুলিশ জানায়, সম্প্রতি যাত্রীবেশে বাসে ছিনতাইয়ের কয়োকটি ঘটনায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। আজ রাতে মৌমিতা পরিবহনের বাসে তল্লাশী করার সময় চাকুসহ তিন জনকে আটক করা হয়। তারা বাসে ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে ভ্রমণ করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে অপরাধ নির্মূলে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় পুলিশ। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, “বেশ কিছুদিন আগে চলন্ত অবস্থায় বাসে ছিনতাই হয়েছিল। কয়েকটি ঘটনা এই একটি জায়গায় সাভারের ব্যাংক টাউন এলাকায় ঘটেছে। তার প্রেক্ষিতে সাভার থানা থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ফোর্স নিয়ে প্রত্যেকটা বাস চেক করতে থাকি। বিশেষ করে লোকাল বাসগুলো।”

তিনি আরো বলেন, “কয়েকদিন ধরে টেন্ডেন্সি (প্রবণতা) ছিল দেশিও অস্ত্র নিয়ে যাত্রীদের থেকে জিম্মি করে স্বর্ণ, মোবাইল ফোন লুট করে নিয়ে যাচ্ছিল। এরকম ঘটনা গত তিন মাসে তিনটি ঘটেছে। এর প্রেক্ষিতে আমাদের চেকপোস্ট বসিয়েছি। চেকপোস্ট চলাকালীন মৌমিতা পরিবহনের একটি চলন্ত বাস থেকে তিনজন ছিনতাইকারীকে দেশিও অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে।

ঢাকা/আরিফুল/এস

সম্পর্কিত নিবন্ধ