ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আমিরাতে পৌঁছায় তারা। তার আগে, সোমবার মধ্যরাতে ঢাকা ছাড়ে দলটি। সফরে আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ- প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল, দ্বিতীয়টি ২ মার্চ।

এই সফরকে সামনে রেখে গত বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন প্রধান কোচ পিটার জেমস বাটলার। দলে জায়গা পেয়েছেন একঝাঁক নতুন মুখ। তবে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা সাবিনা খাতুনসহ সাফজয়ী ১৮ ফুটবলারকে রাখা হয়নি।

এদিকে প্রায় চার মাসের বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ ২০২৩ সালের ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এরপর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি দলটি।

নারী দলের অনুশীলন শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। তবে প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেননি অভিজ্ঞ ১৮ ফুটবলার। ফলে নতুন খেলোয়াড়দের নিয়েই গঠন করা হয়েছে দল, যা অনেকটাই ‘নতুন বাংলাদেশ’ হিসেবে দেখা হচ্ছে। বাটলারের দলে সাফজয়ী স্কোয়াডের মাত্র আটজন আছেন, আর নতুন মুখও আটজন। তাদের বেশিরভাগেরই বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।

ফিফা র‍্যাংকিংয়ে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১১৬, আর বাংলাদেশের ১৩২। র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও দলের প্রতি আত্মবিশ্বাসী কোচ বাটলার। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের দল নতুন, তাই ধৈর্য ধরতে হবে। তবে আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র ফ টবল আম র ত ফ টবল

এছাড়াও পড়ুন:

পুলিশ পরিদর্শক মামুন হত্যায় দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভসহ আটজনের যাবজ্জীবন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন রবিউল ইসলাম ওরফে আরাভ খান, রবিউলের স্ত্রী সুরাইয়া, রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১) ও সারোয়ার হোসেন (২৩)।

রবিউল ইসলাম ওরফে আরাভ খান

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশ পরিদর্শক মামুন হত্যায় দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভসহ আটজনের যাবজ্জীবন