প্রীতি ম্যাচ খেলতে আমিরাতে নারী ফুটবল দল
Published: 25th, February 2025 GMT
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আমিরাতে পৌঁছায় তারা। তার আগে, সোমবার মধ্যরাতে ঢাকা ছাড়ে দলটি। সফরে আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ- প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল, দ্বিতীয়টি ২ মার্চ।
এই সফরকে সামনে রেখে গত বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন প্রধান কোচ পিটার জেমস বাটলার। দলে জায়গা পেয়েছেন একঝাঁক নতুন মুখ। তবে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা সাবিনা খাতুনসহ সাফজয়ী ১৮ ফুটবলারকে রাখা হয়নি।
এদিকে প্রায় চার মাসের বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ ২০২৩ সালের ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এরপর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি দলটি।
নারী দলের অনুশীলন শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। তবে প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেননি অভিজ্ঞ ১৮ ফুটবলার। ফলে নতুন খেলোয়াড়দের নিয়েই গঠন করা হয়েছে দল, যা অনেকটাই ‘নতুন বাংলাদেশ’ হিসেবে দেখা হচ্ছে। বাটলারের দলে সাফজয়ী স্কোয়াডের মাত্র আটজন আছেন, আর নতুন মুখও আটজন। তাদের বেশিরভাগেরই বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।
ফিফা র্যাংকিংয়ে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১১৬, আর বাংলাদেশের ১৩২। র্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও দলের প্রতি আত্মবিশ্বাসী কোচ বাটলার। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের দল নতুন, তাই ধৈর্য ধরতে হবে। তবে আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র ফ টবল আম র ত ফ টবল
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে কয়েকটি ঘর বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের চড়পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, চড়পাড়া গ্রামের সেলিম হোসেন ও আতিয়ার রহমানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ দুপুরে আতিয়ার রহমানের সমর্থক সুমন মাঠের কাজ শেষে বাড়ি ফিরে দেখেন, প্রতিপক্ষ সেলিম হোসেনের লোকজন তাদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করছে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন অন্তত আটজন। কয়েকটি বাড়ি ভাঙচুর করেন সংঘর্ষে জড়িয়ে পড়া ব্যক্তিরা। পরে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী।
আরো পড়ুন:
রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত
কুয়েটে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও হল খোলা, তদন্ত শুরু
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। মারামারিতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ