এবারের পিলখানা হত্যাকাণ্ডের বার্ষিকীর দিনটি ব্যতিক্রম: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 25th, February 2025 GMT
পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করায় এবারের দিনটি ব্যতিক্রম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার পিলখানা হত্যাকাণ্ডের বার্ষিকীতে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো.
স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পরেই তিন বাহিনী সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
১৬ বছর আগে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। এতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে তখন পিলখানায় নিহত হন ৭৪ জন। সেদিন পিলখানায় থাকা সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও নৃশংসতার শিকার হন।
জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধানরাউৎস: Prothomalo
কীওয়ার্ড: স বর ষ ট র
এছাড়াও পড়ুন:
যুবদল নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, পিস্তল উদ্ধার
ফেনীর সোনাগাজীতে স্থানীয় এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। পরে ওই যুবদল নেতার পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত যুবদল নেতার নাম সাঈদ হোসেন ওরফে আইভি। তিনি সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য ও সদর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি। অভিযানে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বায়েজিদ আকন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সূত্রে সাঈদ হোসেনের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনি ঘরে ছিলেন না। পরে তাঁর পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তলটি উদ্ধার হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি সোনাগাজীর চর খন্দকার এলাকায় কৃষিজমির মাটি কাটার জন্য এক্সকাভেটর সরবরাহ নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আহত হন অন্তত ১৫ জন। সংঘর্ষের সময় সাঈদ হোসেন, তাঁর সঙ্গীদের অস্ত্রসহ প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায়।
এদিকে গতকাল উপজেলার চরগোপালগাঁও এলাকায় যৌথ বাহিনী পৃথক অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি গুলিসহ ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।