নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় করা পৃথক তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় পলককে আদালতে হাজির করে পুলিশ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, দুটি থানার হত্যা ও একটি বিষ্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জুনাইদ আহমেদ পলকের ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ র কর

এছাড়াও পড়ুন:

যুবদলের কমিটিতে ফ্যাসিবাদের দোসরদের জায়গা হবে না : সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, যুবদলের কমিটিতে ফ্যাসিবাদের দোসরদের জায়গা হবে না। আমরা চিনি ও জানি কারা যুবদলের বিগত সময়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন।

রাজপথে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরকে যুবদলের স্থান দেওয়া হবে। ফ্যাসিবাদের দোসরদেরকে কেউ আশ্রয় প্রশ্রয় দিবেন যুবদলের সেই সুযোগ নাই। 

সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলার ২৭টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়ন যুবদলের কর্মীসভা ১০নং ওয়ার্ড যুবদল ও ১নং ওয়ার্ড উদ্বোধন শেষে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 
তিনি বলেন, আর যারা আগামী দিনের নেতৃত্ব দিবেন তাদের আমলনামা কিন্তু আমাদের কাছে জমা দিতে হবে। বিগত দিনে কারা কোন আন্দোলন সংগ্রামে ছিলেন তার ছবিসহ আমলনামা দিতে। আমাদের সাথে রাজনীতি করতেন আর আওয়ামী লীগের নেতার সাথে আঁতাত করে আপনারা কাজ করেছে সেই সব নেতারাও কিন্তু কমিটিতে স্থান পাবেন না।

আর অর্থের লেনদেনে কাউকে যুবদলের কমিটিতে স্থান দেওয়ার কোন সুযোগ নাই। মহানগর যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে কেউ বলতে পারবে না যে একটি টাকার লেনদেন হয়েছে। 

তিনি আরও বলেন, আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে সেখানে কিন্তু যুবকদের কথা বলা হয়েছে। যুব সমাজকে আত্মিকভাবে ও ব্যবসায়িকভাবে স্বাবলম্বী হওয়ার ৩১ দফার মধ্যে রয়েছে। আপনারা আমাদের ৩১ দফা রাষ্ট্র কাঠমো মেরামতের দাবি গুলো তোমাকে মানুষের মাধ্যমে তুলে ধরবেন এবং তাদেরকে বুঝাবেন। 

তিনি বলেন, আজকে যে রেমিটেন্স যোদ্ধা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে তার অবদান কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তিনি বলেছিলেন আমি করুণা চাই না আমার দেশের ১০ কোটি লোক আছে ২০ কোটি হাত কাজ করে খেতে চায় আমাদেরকে কর্মস্থানের ব্যবস্থা সুযোগ করে দেন। সেই সময়ে তিনি আমাদের দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমাদের দেশের লোকদেরকে বিদেশে কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। 

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যুবদলের রাজনৈতিক করতে গিয়ে বিগত এই ১৬টি বছর অনেক বিএনপি ও হাজার হাজার যুবদলের নেতাকর্মী হত্যা ও গুম এবং নির্যাতনের শিকার হয়েছে। সর্বশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের মহানগর যুবদল নেতা স্বজন নিহত হয়েছে।

আর আমাদের শত শত নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছে। সুতরাং আমাদের এই কষ্টের ফলকে আপনারা ধ্বংস করতে পারবেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন দলের নীতি ও আদর্শ মেনে সবাইকে রাজনীতি করতে হবে। আর সেই নির্দেশনা যুবদলের নেতাকর্মীদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি আর শাহেদ হয়তোবা একদিন থাকবো না কিন্তু এই আমাদের এই সংগঠন যুবদল কিন্তু থাকবে। সুতরাং কাউকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দিব না। 

তিনি আরও বলেন, যারা বিগত দিনে রাজপথে আমাদের সঙ্গে কাজ করেছেন তারা সমাজের জন্য কাজ করতে হবে। সমাজের মানুষের উপকার করতে হবে তাদের কাছে যেতে হবে তাদের কথা শুনতে হবে ।

সে যদি সমাজে কাজ না করে মানুষের সাথে থামবিজ্ঞতা দেখাও অহংকারী দেখায় নিজেকে বড় বড় নেতা জাহির করে বেড়ায় আমরা তাদেরকে যুবদলের স্থান দেব না। কারণ তাদের জন্য যুবদল না তাদের স্থান অন্য জায়গায়। 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন,  যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে
  • তিন মামলায় ১২ দিনের রিমান্ডে সাবেক আইসিটি মন্ত্রী পলক
  • যুবদলের কমিটিতে ত্যাগীদের স্থান দিতে হবে: সহিদুল
  • আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বন্দর উপজেলার আহ্বায়ক কমিটির অনুমোদ
  • সাংবাদিক সাজু হোসেন গুরুতর অসুস্থ্য, দোয়া কামনা
  • নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নে আনসার বাহিনী কাজ করে যাচ্ছে 
  • সিদ্ধিরগঞ্জ থানা ১নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 
  • নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মীসভার উদ্বোধন
  • যুবদলের কমিটিতে ফ্যাসিবাদের দোসরদের জায়গা হবে না : সজল