তিন মামলায় ১২ দিনের রিমান্ডে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক
Published: 25th, February 2025 GMT
নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় করা পৃথক তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় পলককে আদালতে হাজির করে পুলিশ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, দুটি থানার হত্যা ও একটি বিষ্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জুনাইদ আহমেদ পলকের ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ র কর
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগ নেতাকর্মীদের পেটানোর নির্দেশ দিলেন টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ইদানীং দেখা যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী দেশে থেকে তার নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে গুপ্ত ও চোরা মিছিল করছে।
আমি মহানগর বিএনপির নেতাকর্মীদের বলতে চাই নারায়ণগঞ্জ মহানগরে এই ফ্যাসিস্টের দোসররা কোথায় যেন কোন গুপ্ত চোরা মিছিল ও পিকেটিং করতে না পারে।
রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের এই নির্দেশনা দেন টিপু।
তিনি আরো বলেন, আপনারা যার যার ইউনিয়ন এবং ওয়ার্ডে সচেতন থাকবেন। যেখানেই এ ধরনের মিছিল হবে সেখানে শুধু পিট্টি আর পিট্টি। কোন কথা হবে না। তাদের যেকোন ভাবে হোক দমন করতে হবে।
স্বাধীনতা যুদ্ধসহ প্রতিটি আন্দোলনে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কবর রচনার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সচেষ্ট থাকবেন। তাদেরকে পিট্টি দেয়ার জন্য প্রস্তুতি নিন।