সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এ আবেদন। আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এ আবেদনপ্রক্রিয়া। এ নির্দেশনা জানিয়ে সব প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে চিঠি পাঠানো হয়েছে। গত রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, শূন্য পদ না থাকায় যেসব শিক্ষককে নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন করা হয়েছে, সেই শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে আন্ত–উপজেলা বদলির ক্ষেত্রে ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩.

৬ অনুচ্ছেদ অনুযায়ী নিজ উপজেলায় বদলির নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকেরা অনলাইনে আবেদন করবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করবেন। আগামী ১ মার্চ সহকারী উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই শেষ করবেন।

আরও পড়ুনচায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ, প্রয়োজন নেই আইইএলটিএস২৪ ফেব্রুয়ারি ২০২৫যেসব শর্ত মানতে হবে

ক.

শিক্ষকেরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ.

যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের ২০ অক্টোবর জারি করা সর্বশেষ “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্য কাগজপত্র যাচাই করে অপ্রায়ণ করবেন।

আরও পড়ুনবাংলাদেশি চিকিৎসক ও নার্সদের আয়ারল্যান্ডে ক্যারিয়ারের সুযোগ, পরীক্ষা তিনটি ২৩ ফেব্রুয়ারি ২০২৫

গ.

যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে সংযুক্ত তথ্য ও কাগজপত্র যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ–পরবর্তী তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর ক্ষেত্রে যোগ্য আবেদনকারীকে সফটওয়্যারের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

আরও পড়ুনএইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, ফি বৃদ্ধি২৪ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ক ষকদ র ন জ উপজ ল উপজ ল য পছন দ বদল র করব ন

এছাড়াও পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচ থেকে সহকারী জজ ২৫ জন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ব্যাচ থেকেই সহকারী জজ হয়েছেন ২৫ জন। তিনটি বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পান আইন বিভাগের ৪০তম ব্যাচের এই শিক্ষার্থীরা। এই ৪০তম ব্যাচ থেকে দুটি বিজেএস পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছিলেন। ১৬তম বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন নুসরাত জেরিন জেনী এবং ১৫তম বিজেএসে প্রথম হয়েছিলেন আশিক-উজ-জামান।

আরও পড়ুনবাংলাদেশি চিকিৎসক ও নার্সদের আয়ারল্যান্ডে ক্যারিয়ারের সুযোগ, পরীক্ষা তিনটি ২৩ ফেব্রুয়ারি ২০২৫

৪০তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৫তম বিজেএস পরীক্ষায় এই ব্যাচ থেকে নিয়োগ পেয়েছিলেন তিনজন। এরপর সংখ্যাটি বাড়তে থাকতে। ১৬তম বিজেএস পরীক্ষায় এই ব্যাচ থেকে সহকারী জজ হন ১০ জন এবং সর্বশেষ গত রোববার প্রকাশিত ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে এই ব্যাচের ১২ শিক্ষার্থী সহকারী জজ পদে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ১৬তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ১০৪ জনের মধ্যে সহকারী জজ হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই ৪০তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনী।

আরও পড়ুনডেসকোতে ৬১ পদে চাকরি, আবেদন করেছেন কি ২ ঘণ্টা আগে

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশিত ১৫তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ১০৩ জনের মধ্যে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী আশিক-উজ-জামান।

আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ৫০৪২২ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • পাঁচ ফটোসাংবাদিকের বয়ানে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের গল্প
  • ১১ ম্যাচে ৪, রাচিন রবীন্দ্র এখানে সেঞ্চুরি করতেই আসেন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচ থেকে সহকারী জজ ২৫ জন
  • মুশফিক-মাহমুদউল্লাহকে এখনো খেলতে দেখে অবাক দিনেশ কার্তিক
  • তৈরি পোশাক রপ্তানিতে মূল্য সংযোজন বেড়েছে
  • বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে পুলিশের ভূমিকা ছিল: আদালত
  • হামাসের হাতে কত জিম্মি রয়ে গেছেন
  • গাজায় আর কত জিম্মি রয়ে গেছেন, কজন জীবিত