২০২৩ সালে বিশ্বকাপে প্রথম খেলতে নেমেই সেঞ্চুরি পেয়েছিলেন রাচিন রবীন্দ্র। দেড় বছর পর নিউজিল্যান্ড ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন চ্যাম্পিয়নস ট্রফি অভিষেকেও। কাল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে পাওয়া সেঞ্চুরিটি রেকর্ড বইয়েও জায়গা করে দিয়েছে রাচিন রবীন্দ্রকে।

আইসিসির ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) এটি ছিল রাচিনের চতুর্থ সেঞ্চুরি। আইসিসি ইভেন্টে যা নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড।

২০২৩ বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করা রাচিন পেছনে ফেলেছেন নাথান অ্যাস্টল ও কেইন উইলিয়ামসনকে। অ্যাস্টল ১৯৯৬ বিশ্বকাপ থেকে ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে করেন ৩ সেঞ্চুরি। অন্যদিকে উইলিয়ামসনও ২০১১ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ৩৫ ম্যাচ খেলে করেছেন ৩টি সেঞ্চুরি। এই রেকর্ড ১১ ম্যাচ খেলেই ভেঙে ফেললেন রাচিন।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে সেটিই ছিল রাচিনের প্রখম ম্যাচ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ক্রেডিট কার্ডের তথ্য ১০ তারিখের মধ্যে দিতে নির্দেশ

ক্রেডিট কার্ডের রিপোর্টকৃত মাসের তথ্য বিবরণী পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে দিতে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে। প্রতিটি লেনদেনের তথ্য-উপাত্ত অটোমেশন ও সঠিকতার সাথে সংগ্রহ, সংকলন, সংরক্ষণ ও বিশ্লেষণ এবং কার্ড ও এর লেনদেন সংক্রান্ত তথ্য উপাত্ত অপারেশনাল ম্যানুয়ালে প্রদত্ত ডাটা টেমপ্লেট অনুযায়ী মাসিকভিত্তিতে নিয়মিতভাবে পাঠাতে এই নির্দেশনা দেওয়া হয়। আগামী ১ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, বর্তমানে বিশ্বব্যাপী লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে কার্ড। বাংলাদেশে ক্রমান্বয়ে কার্ডের ব্যবহার এবং চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিত চাহিদার বিষয়টি বিবেচনা করে কার্ড সংক্রান্ত তথ্য/উপাত্ত আরো বিস্তৃতভাবে সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কার্ডের লেনদেন সংক্রান্ত এই বিস্তৃত তথ্য/উপাত্ত সংগ্রহের ফলে অত্র বিভাগের বিং ডাটা সংক্রান্ত তথ্য ভাণ্ডার আরো সমৃদ্ধ হবে। 

কেন্দ্রীয় ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহ, গবেষকগণ ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীদারগণ এই তথ্য/উপাত্ত ব্যবহার করে কাস্টমার স্পেন্ডিং বিহেবিয়ারাল প্যাটার্ন এনালাইসিস ইনসাইটফুল ইনফরমেশন আহরণের মাধ্যমে সময়োপযোগী বিভিন্ন ইনোভেটিভ প্রডাক্ট লাঞ্চিং এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করতে সক্ষম হবেন। এ লক্ষ্যে, দেশে কার্যরত কার্ড সেবা প্রদানকারী সকল তফসিলি ব্যাংক/নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে কার্ডভিত্তিক প্রতিটি লেনদেনের তথ্য/উপাত্ত অটোমেশন ও সঠিকতার সাথে সংগ্রহ, সংকলন, সংরক্ষণ ও বিশ্লেষণ এবং কার্ড ও এর লেনদেন সংক্রান্ত তথ্য/উপাত্ত পোর্টালে রিপোর্ট এর সুবিধার্থে একটি অপারেশনাল ম্যানুয়াল চূড়ান্ত করা হয়েছে। (https://www.bb.org.bd/en/index.php/about/guidelist)।

এমতাবস্থায় সংযুক্ত অপারেশনাল ম্যানুয়ালে প্রদত্ত ডাটা টেমপ্লেট অনুযায়ী কার্ড সংক্রান্ত তথ্যাদি মাসিকভিত্তিতে (রিপোর্টকৃত মাসের বিবরণী পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে) পোর্টালের মাধ্যমে (https://ereturns.bb.org.bd/ccrud/upload bigdata) নিয়মিতভাবে প্রেরণ করার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ধারা ৪৫ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ধারা ৩৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/এনএফ/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা এত বাড়ার কারণ কী
  • লোকসানের ধারায় আছে বিডি সার্ভিস
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র কানুয়া নিহত
  • ছেলেকে সাড়ে ৮ লাখ শেয়ার উপহার দেবেন প্রাইম ব্যাংকের পরিচালক আজম জে চৌধুরী
  • খান ব্রাদার্সের কারসাজি: এবাদুলের ৩ সহযোগীর বিও হিসাব স্থগিত
  • অভিনয় ছাড়ছেন পবন কল্যাণ?
  • প্রতিদিন গড়ে ৩০ শিশু হত্যা করছে ইসরায়েলি বাহিনী
  • ক্রেডিট কার্ডের তথ্য ১০ তারিখের মধ্যে দিতে নির্দেশ
  • আমাজনের মালিক বেজোস কবে বিয়ে করছেন সানচেজকে  
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফলাফল প্রকাশ, ফেল ১২ শতাংশের বেশি