পরিচালক জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন
Published: 25th, February 2025 GMT
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।
জাহিদুর রহিম অঞ্জনের ছোট ভাই সাজ্জাদুর রহিম জানান, কয়েক বছর ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। কয়েক মাস ধরে বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহেই তার লিভার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই মারা যান এই গুণী নির্মাতা।
গত জানুয়ারি থেকে বেঙ্গালুরুতে ছিলেন জাহিদুর রহমান অঞ্জন। ১৯ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়। মূলত অপারেশন–পরবর্তী জটিলতায় মারা যান। সাজ্জাদুর রহিম জানান, পরিবারের পক্ষে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হয়ছে। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করতে সম্ভবত দুই–তিন দিন লেগে যেতে পারে।
আরো পড়ুন:
কেন উদ্বেগ প্রকাশ করলেন ভূমি?
এফডিসির নতুন এমডিকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
জাহিদুর রহমান অঞ্জন নির্মিত সর্বশেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’। সরকারি অনুদানের এ সিনেমার শুটিং শেষে গত বছরই মুক্তির পরিকল্পনা করেছিলেন।অ কিন্তু দেশের সার্বিক অবস্থা, শারীরিক অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
একদিন ‘ম্যানেজ’ করলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি
দরজায় কড়া নাড়ছে রোজা। রোজা শেষে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসাবে সব মিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
এদিকে ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এ হিসেবে সব মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। হিসাব অনুযায়ী বৃহস্পতিবার (৩ এপ্রিল) অফিস খোলার কথা।
তবে বৃহস্পতিবার ছুটি নিলে পরের দুই দিন ৪-৫ এপ্রিল (শুক্র ও শনিবার) ছুটি। অর্থাৎ ৩ এপ্রিল ছুটি নিলে ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।