অপরাধ দমনে দেশব্যাপী শুরু হওয়া অভিযান পরিচালনায় কোনো বাহিনীর কোনো সদস্যের গাফিলতি পেলে তাদের আইনের আওতায় নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকাল ৯টার দিকে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের পিলখানার হত্যাকাণ্ডের স্মরণ হচ্ছে ব্যতিক্রমভাবে। এবার এটি শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই উপলক্ষে আমরা এখানে এসেছি।

দেশের সার্বিক পরিস্থিতি, গতরাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা কতটুকু– জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সফলতা-ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। এ অভিযান যেভাবে সাজিয়েছি, যদি কোনো জায়গায় আমার কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তর হোক। ঠিক মতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

অভিযানের সর্বশেষ আপডেট জানতে চাইলে তিনি বলেন, আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্য সংবাদটা পরিবেশন করেন। দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা। দুই এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের পর আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ হ ঙ গ র আলম চ ধ র আইন র আওত য় ন

এছাড়াও পড়ুন:

বাজারে এসিআই মোটরসের সোনালীকা ট্র্যাক্টরের নতুন দুই মডেল

সোনালীকা ট্রাক্টরের দুটি নতুন মডেল বাজারে এনেছে এসিআই মোটরস। পয়লা বৈশাখ উপলক্ষে সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আধুনিক ফিচারসমৃদ্ধ এই ট্রাক্টর দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশব্যাপী একযোগে ১৫টি স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকগঞ্জে অনুষ্ঠিত হয় প্রধান উদ্বোধনী অনুষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সোনালীকা ট্রাক্টরের দুটি নতুন মডেল হলো Sonalika 35RX (সোনালীকা ৩৫আরএক্স) এবং Sonalika All Rounder SS-55 (12F+3R) (সোনালীকা অল রাউন্ডার এসএস-৫৫) (১২এফ‍+৩আর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালীকা ৩৫আরএক্স মডেলে রয়েছে পাওয়ার স্টিয়ারিং সুবিধা। এটি ট্রাক্টরের নিয়ন্ত্রণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলেছে। এই ট্রাক্টর কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি চাষের কাজেও ব্যবহার করা যায়।

অন্যদিকে সোনালীকা অল রাউন্ডার এসএস-৫৫ মডেলে যুক্ত করা হয়েছে হাই-লো-মিডিয়াম গিয়ার ব্যবস্থা এবং টার্বোচার্জড ইঞ্জিন। এটি উঁচু-নিচু জমিতে কাজ করা এবং ভারী লোড বহনে বাড়তি সুবিধা নিশ্চিত করবে।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের গ্রাহক, কৃষক, ডিলার ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে নতুন মডেল দুটির ফিচার ও উপযোগিতা সরাসরি প্রদর্শন করা হয়, যাতে অতিথিরা হাতে-কলমে ট্রাক্টরগুলোর সক্ষমতা বুঝে নিতে পারেন। এ ছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে ছিল বিভিন্ন রকমের আয়োজন।

এসিআই মোটরসের এসব অনুষ্ঠানে ট্রাক্টরের পাশাপাশি প্রদর্শন করা হয় হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পানি সেচের পাম্পের মতো আরও বেশ কিছু আধুনিক কৃষিযন্ত্র। এ ছাড়া প্রদর্শন করা হয় ফোটন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেল।

প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এসিআই মোটরস ভবিষ্যতেও এ ধরনের নতুন পণ্য ও উদ্ভাবন নিয়ে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে। গ্রাহকদের উন্নত বিক্রয়োত্তর সেবা দিয়ে আস্থা ও বিশ্বাস অটুট রাখবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত
  • হিমোফিলিয়াসহ রক্তক্ষরণজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা জরুরি
  • সোনারগাঁ জাদুঘরে বর্ণাঢ্য আয়োজনে চলছে বৈশাখীমেলা 
  • জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল
  • বাজারে এসিআই মোটরসের সোনালীকা ট্র্যাক্টরের নতুন দুই মডেল
  • মহেশপুরে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল
  • নববর্ষের ২দিন পর শোভাযাত্রা, অংশ না নেওয়ায় খাবার বন্ধ করলেন প্রাধ্যক্ষ
  • আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল রবীন্দ্রনাথ নজরুল লালনের
  • চড়ক মেলায় মেতে উঠেছিল নাটোরের শংকরভাগ 
  • কুমারখালীতে অন্যরকম আনন্দ শোভাযাত্রা