নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি হিসেবে যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার গোলাম রাব্বানী দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইসির ইটিআই ভবনে আরএফইডির অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করলো। এ সময় আগের কমিটিকে বিদায়ী সংবর্ধনা জানায় নতুন কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হন ৯ ফেব্রুয়ারি। এই কমিটির সহ-সভাপতি পদে আ ন ম মহিবুব উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.

আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান পলাশ, সাংগঠনিক সম্পাদক পদে নিয়ামুল আজিজ সাদেক, দপ্তর সম্পাদক পদে মো. আল-আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম এম লিংকনের অভিষেক হয়।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব গ্রহণ করেন ফারজানা আক্তার, নাজনীন আক্তার লাকী, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ সীমান্ত ও জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, “আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে।  আর সামনে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়। কারণ, ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ হবে আগামী জুন মাসে।”

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদকে সম্মাননা স্মারক দেওয়া হয়। 

একইসঙ্গে বিদায়ী কমিটির সভাপতি একরামুল হক সায়েম ও সাধারণ সম্পাদক  মো. হুমায়ুন কবীরসহ সবাইকে সম্মাননা স্মারক দেওয়া হয়। ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করা হয়। 

এছাড়া সম্মাননা দেওয়া হয় আরএফইডি’র নির্বাচন ২০২৫ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার কাজী হাফিজ ও সাইদুর রহমান। 

এছাড়া রিপোর্টিং অ্যাওয়ার্ডের বিচারক তৌহিদুল ইসলামকেও সম্মাননা স্মারক দেওয়া হয়। 

অনুষ্ঠানে বিদায়ী ও নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানায় প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

ঢাকা/এএএম/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন ল ইসল ম কম ট র

এছাড়াও পড়ুন:

বুবলী সম্পর্কে যা বললেন মিশা সওদাগর

ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী ও সিয়াম আহমেদ অভিনীয় সিনেমা জংলি। সব শ্রেণীর দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। আলাদাভাবে নজর করেড়ে শবনম বুবলীর বুদ্ধিদীপ্ত উপস্থিতি ও অভিনয়। বতমানে দেশের প্রথম সারির নায়িকাদের একজন শবনম বুবলী। শুটিং সেটে ডিসিপ্লিন মেনে চলার সুনাম রয়েছে তার। 

জংলি সিনেমার একটি দৃশ্য

আরো পড়ুন:

স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম

মারা গেছেন হিরো আলমের বাবা

সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে খলনায়ক মিশা সওদাগর বলেন, ‘‘শুটিংসেটে যখন বুবলী বসে থাকে তখন ওকে দেখলে মনে হয় না যে একজন নায়িকা বসে আছে। বাতাসও মনে হয় ডিস্টার্ব অনুভব করে না। এত ডিসিপ্লিন। এই ডিসিপ্লিননেসটা অসাধারণ। মানুষকে সম্মান করার ব্যাপারটা অসাধারণ।’’ 

বুবলীর জন্য মিশা সওদাগরের পরামর্শ হচ্ছে, বুবলী যেন মানুষকে ছাড় দেয়। 

মিশা সওদাগর বলেন, ‘‘যত বেশি ছাড় দিবা তত ভালো। ছাড় দাও। সব কিছুতে ছাড় যতই দিবা অতই ভালো থাকবা। জীবনতো একটাই ছাড় দাও।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ