‘অটো চয়েস কেউ নয়’, মুশফিক-মাহমুদউল্লাহ প্রসঙ্গে শান্ত
Published: 25th, February 2025 GMT
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার দায় শুধুমাত্র মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ওপর চাপাতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, পুরো দলই ব্যর্থ হয়েছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, দলে কেউ স্বয়ংক্রিয়ভাবে একাদশে জায়গা পান না এবং সৌম্য সরকারের বাদ পড়ার কারণও ব্যাখ্যা করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নিউজিল্যান্ড ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।
টস হেরে ব্যাট করতে নেমে একসময় ২ উইকেটে ৯৭ রান করেছিল বাংলাদেশ। তবে এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। মাইকেল ব্রেসওয়েলের অফ-স্পিনে তাওহিদ হৃদয়, মুশফিক ও মাহমুদউল্লাহ পরপর আউট হন, আর তিনটি উইকেটই ছিল বাজে শটের ফসল। বিশ্ব ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহর কাছ থেকে বেশি প্রত্যাশা থাকে।
তবে শান্ত মনে করেন, ব্যর্থতার দায় শুধু তাদের নয়, বরং পুরো ব্যাটিং ইউনিটের। ‘দুজন সিনিয়র ক্রিকেটারকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয়, পুরো দল হিসেবে আমরা ভালো খেলিনি। সিনিয়র ক্রিকেটার বলে কারও ওপর বাড়তি প্রত্যাশা থাকবে, এমন নয়। ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা ব্যর্থ হয়েছি’, বলেন শান্ত।
সৌম্য সরকারের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে তার সাম্প্রতিক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে। ভারতের বিপক্ষে আগের ম্যাচে শূন্য রানে আউট হলেও তার আগে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। গত বিশ্বকাপের পর থেকে এই ম্যাচের আগে পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও ছিলেন তিনি। অন্যদিকে, মুশফিক আগের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন এবং তার শেষ ১৩ ইনিংসে মাত্র একটি ফিফটি ছিল। এরপরও কেন তাকে দলে রাখা হলো?
শান্তর ব্যাখ্যা, ‘এই দলে কেউ অটো চয়েস নয়। সৌম্য টপ অর্ডারে ব্যাট করে, আর রিয়াদ ভাই লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করে। সৌম্য যদি খেলত, তাহলে ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন করতে হতো। রিয়াদ ভাই সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো ব্যাটিং করেছেন, তাই তাকে একাদশে রাখা হয়েছে।’
মুশফিকের ক্ষেত্রেও দল একইভাবে চিন্তা করেছে বলে জানান অধিনায়ক, ‘মুশফিক ভাইয়ের কিপিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার অভিজ্ঞতা ও দলের প্রতি অবদান বছরের পর বছর ধরে প্রমাণিত। কয়েকটি ইনিংসে রান না পেলেও আমি তার ফর্ম নিয়ে চিন্তিত নই। হয়তো পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবেন তিনি।’ বাংলাদেশ ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় থেকে ছিটকে গেছে। তাই বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
লিমনের গানে জুটি বেঁধেছেন চমক-ইমরান
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। ‘স্বর্গ’ শিরোনামের গানের মিউজিক ভিডিওটি বড় আয়োজনে নির্মিত হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমরান।
‘স্বর্গ’ গানের কাব্যমালা সাজিয়েছেন সুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন শেখ লিমন। সুর ও সংগীতায়োজনে ছিলেন আভরাল সাহি।
কাজটি করতে পেরে উচ্ছ্বসিত রুকাইয়া জাহান চমক বলেন, “এ পর্যন্ত অসংখ্য মিউজিক ভিডিওর অফার পেয়েছি কিন্তু করা হয়নি। স্বর্গ গানটি যখন শুনলাম তার পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাইয়ের ভিডিও প্ল্যান শোনার পর ভীষণ ভালো লাগে। তখন আমার মনে হয়, কাজটি করা উচিত। কাজটি করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।”
আরো পড়ুন:
৮ বছরের পরিচয়, অতঃপর অভিনেত্রীর বিয়ে
বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব
গায়কি ও ভিডিও নির্মাণের প্রশংসা করে মডেল ইমরান বলেন, “গানের সঙ্গে মিল রেখে দুর্দান্ত ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই। আমার বিশ্বাস, আপনাদেরও ভালো লাগবে।”
কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে ভিন্ন আঙিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা মাহিন আওলাদ। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘আভরাল সাহির’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।
আভরাল সাহির বলেন, “স্বর্গ’ চমৎকার একটি রোমান্টিক গান। আর গানের সাথে মিল রেখেই দারুণ ভিডিও নির্মাণ করছেন মাহিন ভাই। লিমন ভাই অসাধারণ গেয়েছেন। আশা করছি, গান এবং ভিডিও সবার ভালো লাগবে।”
মিউজিক ভিডিওটির ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান, কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল, রূপসজ্জার দায়িত্বে ছিলেন রিপন মিয়া, কস্টিউম করছেন ইমন খন্দকার, কালার করেছেন রাকিব আহমেদ, সম্পাদনা করেছেন সামি আহাম্মেদ, পোস্টার ডিজাইনে ছিলেন মোয়াজ্জেম হোসেন।
ঢাকা/রাহাত/শান্ত