নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার দায় শুধুমাত্র মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ওপর চাপাতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, পুরো দলই ব্যর্থ হয়েছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, দলে কেউ স্বয়ংক্রিয়ভাবে একাদশে জায়গা পান না এবং সৌম্য সরকারের বাদ পড়ার কারণও ব্যাখ্যা করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নিউজিল্যান্ড ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

টস হেরে ব্যাট করতে নেমে একসময় ২ উইকেটে ৯৭ রান করেছিল বাংলাদেশ। তবে এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। মাইকেল ব্রেসওয়েলের অফ-স্পিনে তাওহিদ হৃদয়, মুশফিক ও মাহমুদউল্লাহ পরপর আউট হন, আর তিনটি উইকেটই ছিল বাজে শটের ফসল। বিশ্ব ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহর কাছ থেকে বেশি প্রত্যাশা থাকে। 

তবে শান্ত মনে করেন, ব্যর্থতার দায় শুধু তাদের নয়, বরং পুরো ব্যাটিং ইউনিটের। ‘দুজন সিনিয়র ক্রিকেটারকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয়, পুরো দল হিসেবে আমরা ভালো খেলিনি। সিনিয়র ক্রিকেটার বলে কারও ওপর বাড়তি প্রত্যাশা থাকবে, এমন নয়। ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা ব্যর্থ হয়েছি’, বলেন শান্ত।

সৌম্য সরকারের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে তার সাম্প্রতিক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে। ভারতের বিপক্ষে আগের ম্যাচে শূন্য রানে আউট হলেও তার আগে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। গত বিশ্বকাপের পর থেকে এই ম্যাচের আগে পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও ছিলেন তিনি। অন্যদিকে, মুশফিক আগের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন এবং তার শেষ ১৩ ইনিংসে মাত্র একটি ফিফটি ছিল। এরপরও কেন তাকে দলে রাখা হলো?

শান্তর ব্যাখ্যা, ‘এই দলে কেউ অটো চয়েস নয়। সৌম্য টপ অর্ডারে ব্যাট করে, আর রিয়াদ ভাই লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করে। সৌম্য যদি খেলত, তাহলে ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন করতে হতো। রিয়াদ ভাই সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো ব্যাটিং করেছেন, তাই তাকে একাদশে রাখা হয়েছে।’

মুশফিকের ক্ষেত্রেও দল একইভাবে চিন্তা করেছে বলে জানান অধিনায়ক, ‘মুশফিক ভাইয়ের কিপিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার অভিজ্ঞতা ও দলের প্রতি অবদান বছরের পর বছর ধরে প্রমাণিত। কয়েকটি ইনিংসে রান না পেলেও আমি তার ফর্ম নিয়ে চিন্তিত নই। হয়তো পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবেন তিনি।’ বাংলাদেশ ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় থেকে ছিটকে গেছে। তাই বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

চিকিৎসা সুবিধায় চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা সহজ করতে চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিচালনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। শনিবার এয়ারলাইন্সের কর্মকর্তারা চীন সফররত বাংলাদেশ প্রতিনিধি দলকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান। খবর-বাসস 

চীন ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারণ করেছে। তবে চীন ভ্রমণের ক্ষেত্রে উচ্চ বিমান ভাড়াকে এই উদ্যোগের একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে পরিকল্পিত ফ্লাইট পরিচালিত হলে ভ্রমণ খরচ ও সময় উভয়ই কমে আসবে। ফলে আরও বেশি বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবার সুবিধা নিতে পারবেন।

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানান, কুনমিংয়ের হাসপাতালগুলোর নির্দিষ্ট ফ্লোর শুধুমাত্র বাংলাদেশিদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে। চিকিৎসা খরচও তুলনামূলক কম বলে তিনি উল্লেখ করেন। 

কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা-কুনমিং ফ্লাইটের বিমান ভাড়াও কমানোর উদ্যোগ নিয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হবে।

এদিকে বাংলাদেশ এপ্রিল মাসে সাংবাদিকদের বড় একটি দল কুনমিং পাঠাবে, যাতে তারা চীনের চিকিৎসা সুবিধাগুলো স্বচক্ষে দেখতে পারেন। গত মাসে প্রথমবারের মতো বহু বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিং ভ্রমণ করেছেন। তারা হাসপাতালগুলোর মানের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তবে অনেকেই ভ্রমণ ব্যয় বেশি বলে জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ