লেজার জেট প্রিন্টার কিনবে বিএটিবিসি
Published: 25th, February 2025 GMT
পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) পরিচালনা পর্ষদ লেজার জেট প্রিন্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে।
এ কাজের জন্য কোম্পানিটি ২৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে। এই বিনিয়োগ নিজস্ব ফান্ড ও ব্যাংক থেকে ঋণ নিয়ে করবে বিএটিবিসি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।
আরো পড়ুন:
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়
শেয়ারের দাম বাড়ার কারণ জানে না ইয়াকিন পলিমার
এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
তথ্য মতে, কোম্পানিটি ঢাকা এবং সাভার কারখানায় ৩৬ এসএমডি প্যাকিং লাইনে লেজার জেট প্রিন্টার স্থাপন করবে। যার জন্য আনুমানিক ব্যায় ধরা হয়েছে ২৪ কোটি ৯০ লাখ টাকা। যেখানে প্রিটারের দাম ধরা হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ এবং সেটা স্থাপনের জন্য খরচ ধরা হয়েছে ১০ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির আভ্যন্তরীণ উৎস এবং ক্যাশ-ফ্লো ভিত্তিক ব্যাংক অর্থায়ন হতে এ ব্যয় বহন করা হবে।
ঢাকা/এনটি/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইবির বাস উল্টে আহত ২৫ শিক্ষার্থী
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়কের পাশে উল্টে গেছে। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ইবির নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
চৌড়হাস হাইওয়ে থানার ওসি আল মামুন বলেন, “ঘটনাস্থলে পুলিশের ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে।”
আরো পড়ুন:
চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ৫
অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের
আহত শিক্ষার্থীরা জানান, বাসটি কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার আগে ফাঁকা মাঠে বাসটি উল্টে যায়।
ইবির চিফ মেডিক্যাল অফিসার সিরাজুল ইসলাম বলেন, “একজনের আঘাত কিছুটা সিরিয়াস। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের এখানে চিকিৎসা চলছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ