জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, ‍“আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে দেশব্যাপী হত্যা, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই ও মব জাস্টিসের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। যৌথ অভিযান সত্যিকার অর্থে কোনো ফল বয়ে আনতে পারছে না। দেশ এক চরম ক্রান্তিকাল পার করছে।”

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তি‌নি।

মো.

মামুনূর রশিদ বলেন, “অনির্বাচিত সরকারের পক্ষে দেশ পরিচালনা যে অসম্ভব তা জনগণ উপলব্ধি করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বিমান ঘাঁটিতেও হামলা হচ্ছে। দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। সংস্কারের নামে কালক্ষেপণ করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার মাধ্যমে, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বতী সরকার ব্যর্থ হচ্ছে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন না করা হলে এই অরাজকতা রোধ করা অসম্ভব। রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তা এখন দেশবাসী তীব্রভাবে অনুভব করছে। নির্বাচন অনুষ্ঠানই এখন বর্তমান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।”

আরো পড়ুন:

বগুড়ায় আ.লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিস গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা

সরকার নিরপেক্ষ নয়, সংস্কার হতে হবে পার্লামেন্টে: জিএম কাদের

বিবৃতিতে তিনি আশা করেন বর্তমান সরকার অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। 

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

বন্দরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নানা ও সৎ বাবা গ্রেপ্তার  

বন্দরে আড়াই বছরের এক  শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় শিশুটির সৎ পিতা  ইসলাম মিয়া (২৩) ও  নানা আক্তার হোসেন (৫০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।  

গ্রেপ্তারকৃত সৎ পিতা ইসলাম মিয়া বন্দর থানার নবীগঞ্জ কুশিয়ারা এলাকার মোঃ ইমরান মিয়ার ছেলে ও নানা  আক্তার হোসেন ফতুল্লা থানার লামাপাড়া শিবু মার্কেট এলাকার মৃত আলমাস মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের  আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৩ এপ্রিল) রাতে বন্দর থানার নবীগঞ্জ কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন।

শিশুটির বাবা জানান, তিনি চার বছর আগে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের একটি কন্যা সন্তান হয়। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় এক মাস আগে তাদের ডিভোর্স হয়। এরপর বন্দরের নবীগঞ্জ কুশিয়ারা এলাকার ইমরান মিয়ার ছেলে মো. ইসলামের সঙ্গে তার স্ত্রীর  দ্বিতীয় বিয়ে হয়। 

তার আড়াই বছর বয়সের মেয়েটি মায়ের সঙ্গে কুশিয়ারা সৎ বাবার বাড়িতে থাকত। বুধবার রাত দেড়টার দিকে এক আত্মীয়ের মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারেন যে মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পুলিশ মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি আক্তার হোসেন ও মো. ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ