কারখানায় প্রায় ২৫ কোটি টাকা বিনিয়োগে নতুন লেজার প্রিন্টার বসাবে বিএটি
Published: 25th, February 2025 GMT
ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো কোম্পানি তাদের কারখানায় নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, বিএটির ঢাকা ও সাভার কারখানায় ২৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে লেজার জেট প্রিন্টার স্থাপন করা হবে। এই দুই কোম্পানির ৩৬টি এসএমডি প্যাকিং লাইনে এসব প্রিন্টার স্থাপন করা হবে। আরও বলা হয়েছে, প্রিন্টারের দাম পড়বে ১৪ কোটি ৫৫ লাখ টাকা। সেই সঙ্গে প্রিন্টার স্থাপনে ব্যয় হবে ১০ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ সব মিলিয়ে ব্যয় হবে ২৪ কোটি ৯০ লাখ টাকা।
কোম্পানির এই ঘোষণা থেকে বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিএটি নিজেদের কারখানায় উৎপাদনপ্রক্রিয়া আরও দক্ষ করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে তারা বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে চায়। নতুন লেজার প্রিন্টার স্থাপন করা হলে বিএটির উৎপাদিত সিগারেটের প্যাকেটের মান আরও উন্নত হবে। একই সঙ্গে তা কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো বা বিএটি বাংলাদেশ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ওই সময়ের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এর আগে গত ডিসেম্বরে কোম্পানিটি আরও ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
বড় অঙ্কের লভ্যাংশ দিলেও গত বছর কোম্পানিটির মুনাফা কিছুটা কমেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৪২ পয়সা, আগের বছর যা ছিল ৩৩ টাকা ১১ পয়সা ছিল।
এর আগে বিএটি ২০২৩ সালে ১০০ শতাংশ, ২০২২ সালে ২০০ শতাংশ, ২০২১ সালে ২৭৫ শতাংশ, ২০২০ সালে ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৫১৮ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ২৫৯ টাকা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাসে আটকে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক ও সহকারী গ্রেপ্তার
চট্টগ্রামে বাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাসচালক লোকমান ও তার সহকারী হানিফ।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘‘গত মঙ্গলবার কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রামে আসে ভুক্তভোগী কিশোরী। বাসটি নগরের বহদ্দারহাট বাস টার্মিনালে সন্ধ্যা সাড়ে ৬টায় আসার পর ওই কিশোরীকে বাসের ভেতর আটকে রাখা হয়। পরে সেখানে চালক, তার সহকারী ও বাসের সুপারভাইজার মোবারক হোসেন তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় বুধবার ওই কিশোরী বাদী হয়ে চান্দগাও থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ দিনভর অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে।’’
আরো পড়ুন:
ধর্ষণের অভিযোগে যবিপ্রবি শিক্ষককে সাময়িক বহিষ্কার
থাইল্যান্ডের নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
ঘটনার শিকার কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।
ঢাকা/রেজাউল/রাজীব