অভয়নগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
Published: 25th, February 2025 GMT
যশোর অভয়নগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আলী মল্লিক (২৯) ও জিহাদ হোসেন (২৭) নামে ২ জন নিহত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে বারান্দি-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী মল্লিক অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্দুর রশিদ মল্লিকের ছেলে ও জিহাদ হোসেন খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে জামিরা বাজারের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.
উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অভয়নগর মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফিরোজ আলম বলেন, “দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের দুই আরোহী সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।”
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই যুবকের সুরতহাল সম্পন্ন হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/প্রিয়ব্রত/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন উপজ ল র
এছাড়াও পড়ুন:
অভয়নগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
যশোর অভয়নগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আলী মল্লিক (২৯) ও জিহাদ হোসেন (২৭) নামে ২ জন নিহত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে বারান্দি-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী মল্লিক অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্দুর রশিদ মল্লিকের ছেলে ও জিহাদ হোসেন খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে জামিরা বাজারের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ার মুনমুন বলেন, “সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে ভর্তি করার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।”
উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অভয়নগর মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফিরোজ আলম বলেন, “দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের দুই আরোহী সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।”
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই যুবকের সুরতহাল সম্পন্ন হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/প্রিয়ব্রত/টিপু