Samakal:
2025-03-29@09:18:17 GMT

ভগ্ন হৃদয়ে ক্যাম্প ছাড়ল মেয়েরা

Published: 25th, February 2025 GMT

ভগ্ন হৃদয়ে ক্যাম্প ছাড়ল মেয়েরা

একুশে পদক নেওয়ার জন্যই বাফুফে ক্যাম্পে অবস্থান করেছিলেন তারা। পদক হাতে নেওয়ার পরদিন থেকেই একে একে নিজেদের দ্বিতীয় বাড়ি ছাড়তে থাকেন সানজিদা আক্তার-রুপনা চাকমারা। ছুটি পাওয়ার পর অতীতে ক্যাম্প থেকে হাসিখুশি মন নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন মেয়েরা। এবার হয়েছে তার উল্টো। আগে থেকে ব্যাগ গুছিয়ে রাখা মাসুরা পারভীন-মনিকা চাকমারা ক্যাম্প ছেড়েছেন ভগ্ন হৃদয় নিয়ে। মুখে হাসি থাকলেও ভেতরে যে কষ্ট লুকিয়ে আছে, তা বুঝতে বাকি নেই কারোরই।

সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার আগে গত রোববার ফেডারেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আগেই বেশির ভাগ ক্যাম্প ছেড়ে চলে যান পরিবারের কাছে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা বিদ্রোহী ১৮ নারী ফুটবলার খুঁজছেন একটু শান্তি। নানা নেতিবাচক আলোচনায় অনেকটা ট্রমায় চলে যাওয়া বিদ্রোহীরা পুনরায় ক্যাম্পে ফিরবেন কিনা, তা নিয়ে আছে সংশয়। কারণ, পিটার বাটলার আমিরাত সফরের দল ঘিরেই ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন। যেখানে সায় আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও।

১৬ ফেব্রুয়ারি বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দাবি করেন, মেয়েরা আন্দোলন প্রত্যাহার করেছে। তাঁর দাবির সত্যতা নিয়ে সংশয় আর সন্দেহ দেশের ফুটবলে। কারণ, যারা বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তারা একবারের জন্যও বলেননি, নিজেদের দাবি থেকে সরে এসেছেন। আর বাফুফের চুক্তিতে স্বাক্ষর করা নিয়েও দোটানায় মেয়েরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী ফুটবলার গতকাল সমকালকে নিজেদের অভিমান ও ক্ষোভ নিয়ে কথা বলেছেন। সবার দাবি, ক্যাম্পে ফেরা আর চুক্তির বিষয়টি নির্ভর করছে ফেডারেশনের ওপর। ‘আমিরাতের বিপক্ষে ম্যাচটি আগে দেখি, তার পর ফেরা না ফেরা নিয়ে আলোচনা। তবে আমাদের সঙ্গে আগে বসতে হবে। না বসে কোনো কিছু করা সম্ভব না। চুক্তি তো পরের বিষয়’– বলেন এক নারী ফুটবলার। 

বিদ্রোহীরা বুঝতে পেরেছেন, তাদের নিয়ে খুব একটা ভাবছে না ফেডারেশন। কিন্তু টানা দুটি সাফ জেতা দলকে অবমূল্যায়ন করাটা ভালোভাবে নেননি মেয়েরা। বিশেষ করে আমিরাত সফরের সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক আফেইদা খন্দকার ‘সিনিয়রদের অভাব অনুভব করবেন না’ মন্তব্যে কষ্ট পেয়েছেন তারা। ‘এই কয়েক দিন অনেক কিছুই দেখেছি। যে যার মতো বলেছে আর লিখেছে। এখন আমাদের এক সতীর্থও বলেছেন। আসলে এই বিষয়গুলো নিয়ে আর ভাবতে চাই না।’

সানজিদা-রুপনারা যেমন ভাবতে চাননি, বাটলারও অতীত ভুলে সামনে তাকিয়ে। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি ম্যাচ খেলার জন্য সোমবার আমিরাত গিয়েছে বাংলাদেশের নতুন নারী ফুটবল দল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র ফ টবল আম র ত ফ টবল

এছাড়াও পড়ুন:

নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন পেলেন ইমরান খান

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র প্রচারে তার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে। 

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ইমরান খানের নাম প্রস্তাব করেছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) এবং নরওয়ে ভিত্তিক সংগঠন পার্টিয়েট সেন্ট্রাম। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম বলেছে, “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, মনোনয়নের অধিকারী এমন একজনের সঙ্গে (পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স) জোটবদ্ধ হয়ে, আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করেছি।” 

আরো পড়ুন:

পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ জিতল নিউ জিল্যান্ড

পাকিস্তানে ঈদ উপলক্ষে ট্রেনের ভাড়া কমল ২০ শতাংশ

বিবৃতিতে গণতন্ত্রের সংগ্রামে পিটিআই প্রধান ইমরান খানের নেতৃত্ব, মানবাধিকারের প্রতি তার অবস্থান ও পাকিস্তানিদের সমস্যা সমাধানে তার নিষ্ঠার প্রশংসা করা হয়েছে। 

এর আগে, ২০১৯ সালে দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ইমরান খানকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছিল। সেবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ইমরান খানের নাম মনোনীত করেছিল মার্কিন পত্রিকা ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর।

প্রতি বছর, নরওয়েজিয়ান নোবেল কমিটি শত শত মনোনীতদের নাম পায়, যার পরে তারা দীর্ঘ আট মাসের প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী নির্বাচন করে।

 

পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে সম্পর্কিত একটি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এটি চতুর্থ বড় মামলা যেখানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রাষ্ট্রীয় উপহার বিক্রি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস এবং বেআইনি বিবাহ সম্পর্কিত তিনটি দোষ উচ্চ আদালত কর্তৃক বাতিল বা স্থগিত হয়েছে।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের পর ইমরান খান ক্ষমতা হারান। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন, এগুলোকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ