ছাত্র-জনতার মিলিত অভ্যুত্থান দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে মানুষের সামনে এনে দিয়েছে নতুন করে দেশ গড়ার অপূর্ব সুযোগ। ফলে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত এই গণঅভ্যুত্থান প্রভাব ফেলে শিল্প সংস্কৃতি সাহিত্য– সব ক্ষেত্রে। এবারের অমর একুশে বইমেলাতেও তাই জুলাই আন্দোলন নিয়ে প্রকাশ হয়েছে বিভিন্ন ধরনের বই। লক্ষণীয় বিষয় হলো, এসব বইয়ের মূল ক্রেতা তরুণরা। তবে মধ্যবয়স্করাও নিচ্ছেন অজানা বিষয়গুলো আরও ভালোভাবে জানতে।
এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’।
তাই মেলার উভয় প্রাঙ্গণজুড়ে কালো ও লালের ছড়াছড়ি। গতকাল মেলার ২৪তম দিনে স্বাভাবিক ভিড় দেখা যায়। তবে এ দিনও আশানুরূপ বিক্রি না হওয়ায় খানিকটা হতাশ প্রকাশকরা। গতকাল অনেক তরুণ-তরুণীকে জুলাই অভ্যুত্থানের বই সংগ্রহ করতে দেখা যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জারিন তাবাসসুম বলেন, মেলার শেষের দিনগুলোর জন্য অপেক্ষা করছিলাম। জুলাই অভ্যুত্থানের ওপর কী কী বই আসবে, সেগুলো দেখে কিনব।
জানা গেছে, বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে গতকাল পর্যন্ত বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত জুলাই অভ্যুত্থানের ১৩০টি বই সংগৃহীত রয়েছে। পাশাপাশি ওই স্টলে আন্দোলনের স্মৃতিবিজড়িত সুভেনিয়রও বিক্রি হচ্ছে।
জ্ঞানকোষ থেকে এবার এসেছে জুলাই গণঅভ্যুত্থানের ওপর তিনটি বই। এসব বই থ্রিলার ও উপন্যাসের পাশাপাশি বেশ ভালো বিক্রি হচ্ছে বলে জানান স্টলের বিক্রয়কর্মী জাহিদ। বই তিনটি হলো মাসকাওয়াথ আহসানের ‘স্যাটারিক ভার্সেস ফ্যাসিবাদবিরোধী রম্য’, আশীফ এন্তাজ রবির ‘ট্রেন টু ঢাকা’ ও সিরাজুল ইসলাম এফসিএর ‘নতুন দিগন্তে জেগেছে ভোর’। অন্যদিকে প্রথমা প্রকাশনের স্টলে দেখা গেল জুলাই অভ্যুত্থানের ওপর ছয়টি বই প্রকাশিত হয়েছে। আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের ‘শেখ হাসিনার পতনকাল’ বইটি কিনতে দেখা গেছে পাঠকদের। অনন্যা থেকে প্রকাশিত হয়েছে ‘দ্রোহের গ্রাফিতি’। জি এম রাজীব হোসেনের বইটির প্রতি আগ্রহ দেখা গেছে পাঠকদের মধ্যে। জুলাইয়ের দিনগুলো নিয়ে আফসার ব্রাদার্স থেকে এসেছে সাহাদত হোসেন খানের ‘চব্বিশের গণঅভ্যুত্থান’, ড.
আদর্শের প্যাভিলিয়নে ২৫টি শীর্ষ দৈনিকের প্রথম পৃষ্ঠা নিয়ে আহম্মদ ফয়েজের বই ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ পাওয়া যাচ্ছে। ঐতিহ্য প্রকাশ করেছে ড. আহমদ আরমান সিদ্দিকীর লেখা ২০২৪ সালের ২০ জুলাই থেকে ৯ আগস্টের দিনপঞ্জি ‘৩৬ জুলাই ২০২৪’, মুসা আল হাফিজের কলাম সংকলন ‘অভ্যুত্থানের চিন্তাশিখা’, মঈন শেখের গল্পের বই ‘জুলাইয়ের অশেষ পাখিরা’সহ আরও কিছু বই। এ ছাড়া বাতিঘর এনেছে মোহাম্মদ নাজিম উদ্দিন সম্পাদিত ‘জুলাইর গল্প’।
এদিকে গতকাল মেলায় নতুন বই এসেছে ৯৮টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হাওলাদার প্রকাশনী থেকে আরিফ মঈনুদ্দীনের ‘নির্বাচিত গল্প’, মাছরাঙা প্রকাশন থেকে সাইয়্যেদ শাহ্ নূরে আরিফের ‘এক নীল সমুদ্রের ভালোবাসা’, নবরাগ প্রকাশনী থেকে মোস্তাক আহমাদের মনসুর হাল্লাজের ‘আত্মবিলীন রহস্য’, অনিন্দ্য প্রকাশ থেকে ড. মুকিদ চৌধুরীর ‘চম্পাবতী’, একুশে বাংলা প্রকাশন থেকে মোস্তাফিজুর রহমান ‘আজব একটা’।
এ দিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জন-আকাক্ষার নাট্যকলা-যাত্রা : ঐতিহ্যের পরম্পরায় জাতীয়তাবাদী শিল্পরীতি এবং অমলেন্দু বিশ্বাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। মিলনকান্তি দের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন সাইদুর রহমান লিপন। আলোচনায় অংশগ্রহণ করেন শাহমান মৈশান। লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শাহীন রেজা, এজাজ ইউসুফী ও শোভা চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ফাতিমা তামান্না, টোকন ঠাকুর ও রশিদ কামাল। সংগীত পরিবেশন করেন শিল্পী আহমেদ শাকিল হাসমী, ইকবাল হোসেন, শাহ আল চৌধুরী মিন্টুসহ অনেকেই। আজ বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জুলাই অভ্যুত্থান : গ্রাফিতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
উৎস: Samakal
কীওয়ার্ড: বইম ল গণঅভ য ত থ ন অন ষ ঠ গতক ল
এছাড়াও পড়ুন:
আইপিডিসি ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৮ টাকা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৭৩ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা