প্রকৌশলচর্চায় সচেতনতা বাড়াবে ‘ইন–জিনিয়াস’ প্রতিযোগিতা
Published: 24th, February 2025 GMT
‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪’ প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের ১৮৮টি দল। বিভিন্ন দল অবকাঠামোর নকশা জমা দেয়, সেখানে স্থাপনার অবস্থান, মাটি পরীক্ষার প্রতিবেদন, প্রয়োজনীয় সুযোগ–সুবিধা ইত্যাদি উল্লেখ করতে হয়েছে। যা যা ব্যবহার করেছেন তাঁরা, সেসবের যৌক্তিকতাও তুলে ধরতে হয়েছে। এ রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে।
বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ায় পেশাগত জীবনে প্রবেশ করার আগেই তাঁরা প্রজেক্ট করতে পারলেন। এর মাধ্যমে যে একটা অভিজ্ঞতা হলো, সেটিই মৌলিক শিক্ষা। ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মূল অর্জনও এটিই। এ ধরনের আয়োজন হলে তা দেশের প্রকৌশলচর্চা বিষয়ে সচেতনতা বাড়াবে, প্রকৌশল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং তাঁদের আন্তর্জাতিক মানে গড়ে উঠতে অনুপ্রেরণা দেবে।
সোমবার রাজধানীর গ্রিন রোডের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সম্পন্ন হয়েছে জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪–এর চূড়ান্ত পর্ব। দেশের ভৌত কাঠামো বিনির্মাণে আরও বেশি সচেতন ও পেশাদারি মনোভাব গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো যৌথভাবে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করল।
‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাঁ থেকে প্রথম রানার্সআপ দল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘ফিউশন ট্রিনিটি’; চ্যাম্পিয়ন দল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘স্ট্যাবল স্ট্রাকচার’ এবং দ্বিতীয় রানার্সআপ দল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘রুয়েট জেনেসিস’। গতকাল ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মিলনায়তনে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রথম মেধাতালিকা প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা (মেরিট লিস্ট) প্রকাশ করেছে। প্রথম মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৪২৬ জন, ‘বি’ ইউনিটে ৩২৬ জন, ‘সি’ ইউনিটে ৩১০ জন শিক্ষার্থীর ‘ই’ ইউনিটে ২০০ জন এবং ‘আইবিএ-জেইউ’ ৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’, ‘ই’ এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
**মেধাতালিকা দেখতে ক্লিক করুন
আরও পড়ুনকৃষি গুচ্ছের ফলাফল প্রকাশ, মেধা তালিকায় ৩৮৬৩ শিক্ষার্থী১ ঘণ্টা আগে