কালিয়াকৈরে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার এ কর্মসূচিতে জয়দেবপুর-রাজশাহী রুটে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ইউএনও কাউছার আহামেদের চেষ্টায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন।
শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষার্থীরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে কালিয়াকৈর হাইটেক সিটি রেলস্টেশনে রেলপথ অবরোধ ও বিক্ষোভ করেন। সকাল ৯টার দিকে কর্মসূচি শুরু করেন তারা। ছয় ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গত ১৩ ফেব্রুয়ারি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের কথা জানায় সরকার। এর পর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে আসছেন। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে তারা কর্মসূচি পালন করছেন। কর্তৃপক্ষকে স্মারকলিপি দিলেও নাম পরিবর্তন করা হয়নি।
শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। মাসুরা জাহান, রায়হান আলী, তানজিম আলমসহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে দাবি জানালেও তারা ব্যবস্থা নেননি। অবরোধের এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে ইউএনও যোগাযোগ করেন। 
হাইটেক সিটি রেলস্টেশনের মাস্টার খাইরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা চলে গেলে ট্রেন চলাচল স্বাবাভিক হয়। উভয় পাশে ছয়টি ট্রেন শত শত যাত্রী নিয়ে আটকে ছিল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড জ ট ল ইউন ভ র স ট অবর ধ

এছাড়াও পড়ুন:

সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু

প্রশাসনের আশ্বাসে সাড়ে ৫ ঘণ্টা পর বিকেল ৩টায় গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার হয়েছে। এতে সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কালিয়াকৈরে হাইটেক পার্ক রেলস্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে রাখেন আন্দোলনকারীরা। দুপুরে খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আগামী ১৮ মার্চের মধ্যে শিক্ষার্থীদের দাবি বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণের বিষয়টি বাস্তবায়িত হবে-এমন আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।

আরো পড়ুন:

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ বলেন, “শিক্ষার্থীরা তাদের নাম পরিবর্তনের জন্য আন্দোলন করছিলেন। কর্মকতাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। পরে তারা অবরোধ তুলে নিয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” 

গাজীপুর/রেজাউল/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • চবির শামসুন নাহার ছাত্রী হলের নাম পরিবর্তন
  • শহীদ মিনার ভাঙায় দুই শিক্ষার্থীর শাস্তি প্রতিদিন স্কুলের শ্রেণিকক্ষ পরিষ্কার
  • ৪ সড়ক ও ৮ সেতু থে‌কে শেখ পরিবা‌রের নাম বাদ 
  • সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু
  • জামালপুরে আমানতের টাকা ফিরে পেতে গ্রাহকদের অবস্থান কর্মসূচি
  • গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ
  • দখলে-দূষণে অস্তিত্ব সংকটে বড়াল
  • বীরগঞ্জে হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ
  • চবির ৬ স্থাপনার নাম পরিবর্তন