Samakal:
2025-02-24@21:09:35 GMT

দূরে কম দেখা বা মাইয়োপিয়া

Published: 24th, February 2025 GMT

দূরে কম দেখা বা মাইয়োপিয়া

যারা দূরে কম দেখেন তাদের অনেকেই ছোট বয়স থেকে বুঝতে পারেন, অর্থাৎ তার পাশের যিনি দূরের সবকিছু পরিষ্কার দেখছেন অথচ তিনি দেখতে পাচ্ছেন না, অথচ কাছে সবই দেখছেন। চোখের এই অবস্থাকে বলা হয় ‘মায়ওপিয়া’। আবার অনেকেই আছেন, যারা বুঝতে পারেন না তাদের বেলায় পরবর্তী সময়ে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায়। এখন প্রশ্ন জাগবে কেন এই কম দেখা। আমরা যেমন সবাই সমান না। কেউ বেটে, মোটা, রোগা ইত্যাদি। তেমনি আমাদের দেহের সব অঙ্গ-প্রত্যঙ্গও সমান না। কারও হাত লম্বা পা লম্বা, তেমনি চোখের আকৃতিও সবার সমান না। চোখের স্বাভাবিক আকৃতি ২৪-২৪.

৫ মিমি (সামনে পেছনে)। যদি কারও চোখ একটু লম্বাটে হয় বা ডিম্বাকৃতি তখন তারা দূরে কম দেখেন। চোখের সামনের বস্তুর আলোকরশ্মি লেন্সের মাধ্যমে প্রতিসরণ হয়ে ভেতরে রেটিনায় পৌঁছায়। যদি চোখ একটু লম্বাটে হয় তাহলে রশ্মির আলোগুলো রেটিনায় ঠিকমতো পড়বে না এবং ঝাপসা দেখা যাবে। এটিই হলো প্রধান কারণ।
লক্ষণ:
১. সাধারণত দূরে দেখার সমস্যা শিশু বয়স থেকেই ধরা পড়ে। তারা দূরের ব্ল্যাকবোর্ডের অক্ষরগুলো ভালো বুঝতে পারে না। চোখ ছোট করে পিটপিট করে দেখার চেষ্টা করে। কিংবা ঘাড় কাত করে দেখার চেষ্টা করে অথবা বাসায় টেলিভিশন দেখার সময় সে টেলিভিশনের কাছে গিয়ে দেখতে চায়। শিক্ষক, বাবা-মা খেয়াল করলে দেখবেন শিশুটি/ কিশোরটি মাথা নিচু করে বই কাছে এনে পড়াশোনা পড়ছে।
২. কম দেখার জন্য চোখ দিয়ে পানি পড়া, অল্পক্ষণ পড়ার পরে একটা অস্বস্তি লাগা, মাথাব্যথা, পড়তে পড়তে চোখ ঝাপসা লাগা।
৩. অনেক শিশুর চোখ জন্মগত বা একটু বয়স বাড়লে ট্যারা হতে পারে, যা চোখে কম দেখা কে মনে করিয়ে দেবে। 
৪. চোখের কর্নিয়ার কিছু রোগ যেমন কোণাকৃতি, ভিটামিন এ ঘাটতিতে কর্নিয়া নরম হয়ে যাওয়া বা কোনো পুরাতন ঘা বা প্রদাহ অথবা চোখের আইরিশে প্রদাহ কিংবা চোখের লেন্সের ছানি বা চোখের ভেতরের ঘনকাচীয় পানির প্রতিসরণ ইনডেক্স বেড়ে গেলে চোখে দূরে কম দেখা যাবে।
৫. যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের রক্তের শর্করা তারতম্য হলে চোখ ঝাপসা হতে পারে কিংবা কিছু কিছু ওষুধ আছে, যার ব্যবহার সাময়িক দূরদৃষ্টি সমস্যা ঘটাতে পারে। তাহলে কী করবেন–
চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার সন্তান বা আপনি নিজেও চোখে যখন কম দেখছেন অবশ্যই চক্ষু  চিকিৎসকের পরামর্শ নেবেন। তিনি আপনার চোখ পরীক্ষা করে খুব সহজে বলে দেবেন আপনি কেন কম দেখছেন এবং সেই অনুযায়ী  চিকিৎসা নিলে আপনি সুস্থ থাকবেন। শারীরিক কোনো জটিলতা না থাকলে চোখের চশমা ব্যবহার করে সহজেই এ সমস্যা সমাধান করা যায়। এছাড়া কন্টাক্ট লেন্স কিংবা উন্নত লেজার চিকিৎসা করলে অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তবে আসল মুক্তি মিলবে না। মোবাইল, ল্যাপটপ ব্যবহার বা কাছের পেশাজীবীদের (সেলাই, দর্জি, স্বর্ণকার) সমস্যা হতে পারে। যেহেতু এ সমস্যাটি প্রায় ক্ষেত্রে বংশগত বা পেশাগত তাই চশমা ব্যবহার এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরিবর্তন বাঞ্ছনীয়। অনেকের একটি ভুল ধারণা আছে যে চশমা ব্যবহার করলে চোখের পাওয়ার বাড়ে না কিংবা ব্যবহার করতে করতে চোখ ভালো হয়ে যায়। এসব ধারণা একদম ভুল। শিশু ৩ থেকে ৬ বছরের মধ্যে চশমা নিলে চোখের ভেতর রেটিনার উন্নতি ঘটে, যা সেই শিশুর জন্য ভবিষ্যৎ জীবনের আলো। 
[চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন কনসালট্যান্ট]

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবহ র কম দ খ সমস য

এছাড়াও পড়ুন:

কিডনির রোগে আক্রান্ত প্রতীকের চিকিৎসায় সহায়তা প্রয়োজন

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র প্রতীক রায় (২১) কিডনির রোগে আক্রান্ত।

প্রতীকের বাড়ি বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামে। তাঁর বাবা পল্টন রায় পেশায় বাবুর্চি। কিছুদিন আগে সমাজের বিত্তবানদের সহযোগিতায় প্রতীককে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতীকের দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত। দ্রুত তাঁর একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে, যা অনেক ব্যয়সাপেক্ষ। বর্তমানে দেশে প্রতীকের ডায়ালাইসিস চলছে।

চিকিৎসার জন্য প্রতীককে আবার চেন্নাইয়ে নিতে চায় পরিবার, কিন্তু তাঁর বাবার পক্ষে চিকিৎসার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ জন্য দেশের হৃদয়বান মানুষের কাছে ছেলের চিকিৎসায় সহায়তা চেয়েছেন পল্টন রায়।

সাহায্য পাঠানোর ঠিকানা—হিসাবের নাম: প্রতীক রায়, হিসাব নম্বর ১৮০৫১০১০৩৫৬৩৯, সোনালী ব্যাংক, সেতাবগঞ্জ রোড, বীরগঞ্জ শাখা। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও—০১৭৪৬৯৬৮৩১১ (বিকাশ)। বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ