শিশু পূর্ণিমার হত্যাকারীদের বিচার দাবি
Published: 24th, February 2025 GMT
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাগানের চা শ্রমিকের কন্যাসন্তান পূর্ণিমা রেলীর হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে স্থানীয়রা। সোমবার বিদ্যালয়ের শিক্ষার্থী ও চা শ্রমিক জনগোষ্ঠী দাবি উত্থাপন করে।
এদিন বিদ্যালয়ের শিক্ষার্থী ও চা শ্রমিকরা শমশেরনগর চা বাগানের চাতলাপুর রোডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। কর্মসূচি থেকে বক্তারা ওই নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
শমশেরনগর চা বাগানের ৬ নম্বর শ্রমিক বস্তির চা শ্রমিক আপ্পানা রেলীর মেয়ে পূর্ণিমা রেলী গরু আনতে গিয়ে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হয়। পরদিন সকালে চা বাগানের লেকের ধারে তার গলা ও হাতের কবজি কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার ১৭ দিন পর ২২ ফেব্রুয়ারি দিবস রেংগেট এবং ২৩ ফেব্রুয়ারি উজ্জ্বল বাউরি প্রকাশ ডনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, আসামি দিবস ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতে পূর্ণিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
চা শ্রমিক ইউনিয়ন নেতা নির্মল দাস পাইনকার সভাপতিত্বে ও শিক্ষক গোপাল গোয়ালার পরিচালনায় বক্তব্য দেন চা শ্রমিক নেতা আব্দুল আহাদ, সাবেক ইউপি সদস্য সীতারাম বীন, শিক্ষক মনি গোয়ালা, ইউপি সদস্য ইয়াকুব আলী, প্রমুখ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে মাস্টার্স প্রোগ্রাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটে (আইআইটি) মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ভর্তির প্রক্রিয়া চলছে।
আবেদনের যোগ্যতা—*সিজিপিএ–২.৫ (৪-এর মধ্যে) বা ২য় শ্রেণি; যেকোনো ডিসিপ্লিনে।
*৪ বছরের ব্যাচেলর ডিগ্রি বা ৩ বছরের অনার্স ও ১ বছরের মাস্টার্স সিএস/সিই/ সিএসই/ইসিএস/সিআইটি/আইসিটি/ আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারে।
আরও পড়ুনজাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা৩১ মার্চ ২০২৫আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২৫
ভর্তি পরীক্ষা: ১১ এপ্রিল, বেলা ৩টা
ফলাফল প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫
বিস্তারিত জানতে ওয়েবসাইট: https://pmit.iitju.edu.bd/