পাবনায় ইছামতী নদী খননের জন্য মাইকিং করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় প্রচার মাইক আটকে রাখা হয়। গতকাল সোমবার দুপুরে নদীপারের বসতিরা বিক্ষোভ মিছিল করেন।
সোমবার সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২৬ ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে মাইকে প্রচার চালানো হয়। মাইকে নদীপারের বসতিদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। এ সময় ক্ষুব্ধ বাসিন্দারা প্রচার মাইক আটকে দেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পাবনা প্রেস ক্লাবের সামনে পথসভা করেন। এ সময় বক্তব্য দেন ইছামতী নদীপারের বৈধ স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাদুর রহমান মিন্টু, সদস্য শফিউর রেজা নান্না, প্রমুখ।
বক্তারা বলেন, আমরা বৈধ জমিতে বসবাস করছি। আমাদের কাগজপত্রও আছে। এর পর উচ্ছেদ অভিযান চালালে আদালতে মামলা করি। এরপরও নতুন করে উচ্ছেদের পাঁয়তারা দুঃখজনক। প্রশাসনের কাছে অনুরোধ, ক্ষতিপূরণ দিয়ে খনন কাজ করা হোক।
মামলা চলমান থাকা সত্ত্বেও খননের জন্য মাইকিং কেন করা হচ্ছে– জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সবকিছু আইন মেনেই করা হচ্ছে। এর বেশি কিছু বলতে রাজি হননি এ কর্মকর্তা। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনের সফর

্রিনল্যান্ডের নতুন সরকারের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। আগামী ২ এপ্রিল দুই দিনের সফরে সেখানে যাবেন।

ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আয়ত্তে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই গ্রিনল্যান্ড সফর করছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী।

গত শনিবার ফ্রেডেরিকসেন বলেন, ‘আমি গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মধ্যে ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।’ শুক্রবার গ্রিনল্যান্ডের উত্তরে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেনমার্কের বিরুদ্ধে দ্বীপটিকে অনিরাপদ করে রাখার অভিযোগ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপটিকে আরও ভালোভাবে রক্ষা করবে। জ্যঁ-ফ্রেডেরিক নিলসেনের নেতৃত্বে গ্রিনল্যান্ডে জোট গঠনের কয়েক ঘণ্টা পর ভ্যান্স এ মন্তব্য করেন। অবশ্য ফ্রেডেরিক ডেনমার্ককে তার নিকটতম মিত্র বলে অভিহিত করেছেন।

সম্পর্কিত নিবন্ধ