Samakal:
2025-02-24@21:27:53 GMT

শুল্ক হ্রাসের প্রস্তাব সংগত

Published: 24th, February 2025 GMT

শুল্ক হ্রাসের প্রস্তাব সংগত

রবিবার এনবিআর-জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক-বাজেট বৈঠকে সংবাদপত্রের স্বত্বাধিকারীগণের সংগঠন ‘নোয়াব’ যেই সকল দাবি জানাইয়াছে, সেইগুলির যৌক্তিক সমাধান জরুরি বলিয়া আমরা মনে করি। সোমবার সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নোয়াব নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশের পরিবর্তে ২ শতাংশ এবং ভ্যাট ১৫ শতাংশ হইতে কমাইয়া ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়াছে। ইহার সহিত সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্পরূপে বিবেচনাপূর্বক করপোরেট কর সর্বনিম্ন নির্ধারণ অথবা অবলোপনেরও অনুরোধ করিয়াছে নোয়াব। সংগঠনটির নেতৃবৃন্দ তাহাদের দাবির সপক্ষে যেই সকল যুক্তি উপস্থাপনা করিয়াছেন, সেইগুলিও প্রণিধানযোগ্য। তাহারা যথার্থই বলিয়াছেন, বর্তমানে সংবাদপত্রের মূল কাঁচামাল নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশ হইলেও এই বাবদ ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এইগুলির সহিত অগ্রিম আয়কর ও পরিবহন বীমা যুক্ত করিলে নিউজপ্রিন্ট আমদানিতে শুধু কর-শুল্ক বাবদ প্রকৃত ব্যয় প্রায় ৩০ শতাংশে পৌঁছে। তদুপরি যুক্ত হইয়াছে নিউজপ্রিন্ট ও ডলারের বর্ধিত দাম। কয়েক বৎসর পূর্বে এক টন নিউজপ্রিন্টের দাম ছিল ৬০০ ডলারের কম। এখন তাহা ৭০০ ডলার অতিক্রম করিয়াছে। টাকা-ডলারের বিনিময় হারও পূর্বাপেক্ষা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাইয়াছে। সংবাদপত্রের মূল আয় যেই বিজ্ঞাপন, উহার উপরেও কর-ভ্যাট অধিক। সরকারি বিজ্ঞাপনের বিল বৎসরের পর বৎসর আটকাইয়া থাকে। বিবিধ কারণে ব্যক্তি খাতের বিকাশ রুদ্ধ হইবার কারণে এই খাত হইতে বিজ্ঞাপনও হ্রাস পাইয়াছে। এইদিকে এই সংকটসমূহ এমন সময়ে সংবাদপত্র শিল্পকে ক্ষতিগ্রস্ত করিতেছে যখন বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমের বহিঃপ্রকাশ ঘটিয়াছে; হ্রাস পাইয়াছে সংবাদপত্র পাঠকের সংখ্যা।
স্মরণে রাখিতে হইবে, সংবাদপত্র নিছক শিল্প নহে; দেশ ও জাতির প্রয়োজনে নিবেদিত জরুরি সেবাও বটে। এনবিআর চেয়ারম্যান স্বয়ং স্বীকার করিয়াছেন, কর-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে জনপরিসরে সচেতনতা সৃষ্টির যেই ব্যাপক কার্যক্রম চলিতেছে উহাতে সংবাদপত্র উল্লেখযোগ্য অবদান রাখিতেছে। বহু সীমাবদ্ধতার মধ্যেও দিবসের সূচনায় দেশ-বিদেশের বিবিধ ঘটনা সবিস্তারে মানুষ সংবাদপত্র হইতেই পায়। জাতীয় ও আন্তর্জাতিক বিবিধ ঘটনা সম্পর্কিত বিজ্ঞজনদের বৈচিত্র্যপূর্ণ বিশ্লেষণও সংবাদপত্র তুলিয়া ধরে। সংবাদপত্র সঠিক তথ্য মুদ্রণ করে বলিয়াই রাষ্ট্র বা সরকার ক্ষতিকর গুজব প্রতিরোধ করিতে পারে। সর্বোপরি, রাষ্ট্র ও সমাজের যেই কোনো টেকসই উন্নয়নের বিষয়ও সংবাদপত্র শিল্পের সতেজতার উপর বহুলাংশে নির্ভরশীল। কিন্তু বাস্তবে দেশের সংবাদপত্র শিল্প এক প্রকার রুগ্‌ণ হইয়া পড়িয়াছে। 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হইল, বিগত সরকার সংবাদপত্রকে সেবা শিল্পের মর্যাদা দিলেও এই শিল্প-সংক্রান্ত উল্লেখযোগ্য কোনো প্রস্তাবের প্রতি উহারা কর্ণপাত করে নাই। এই প্রেক্ষাপটে এই শিল্প-সংশ্লিষ্ট সকলের কথা শ্রবণ করা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। এই কথাও স্মরণে রাখিতে হইবে, যেই গণঅভ্যুত্থান বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পথ সুগম করিয়াছে, মতপ্রকাশ তথা সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণের দাবিটি সেই গণঅভ্যুত্থানের অন্যতম জ্বালানিস্বরূপ কাজ করিয়াছে। অর্থাৎ অন্তত মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণের অংশরূপেও সংবাদপত্র শিল্পের যথার্থ বিকাশের সহায়ক পরিবেশ সৃষ্টি করিতে হইবে। আমরা জানি, সংবাদপত্রের সহিত শুধু সাংবাদিক বা অন্যান্য কর্মীই জড়িত নন; ইহার মুদ্রণ, বিপণন, বিতরণ, বিজ্ঞাপনসহ বহু কাজে অগণিত মানুষ যুক্ত। এই সকল মানুষের পরিবারগুলিও এই শিল্পের উপর নির্ভরশীল। আমাদের বিশ্বাস, আসন্ন বাজেটে সংবাদপত্র শিল্পের অব্যাহত অগ্রগতি ও মসৃণ পরিচালনার স্বার্থে বিদ্যমান শুল্ক ও কর নীতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হইবে। নোয়াবের অন্য প্রস্তাবগুলি সম্পর্কেও ইতিবাচক সিদ্ধান্ত আসিবে। একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ সরকারের নিকট এমনটা আশা করা আদৌ বাহুল্য নহে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ব দপত র স ব দপত র শ ল প স ব দপত র র কর য় ছ সরক র

এছাড়াও পড়ুন:

শুল্ক হ্রাসের প্রস্তাব সংগত

রবিবার এনবিআর-জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক-বাজেট বৈঠকে সংবাদপত্রের স্বত্বাধিকারীগণের সংগঠন ‘নোয়াব’ যেই সকল দাবি জানাইয়াছে, সেইগুলির যৌক্তিক সমাধান জরুরি বলিয়া আমরা মনে করি। সোমবার সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নোয়াব নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশের পরিবর্তে ২ শতাংশ এবং ভ্যাট ১৫ শতাংশ হইতে কমাইয়া ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়াছে। ইহার সহিত সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্পরূপে বিবেচনাপূর্বক করপোরেট কর সর্বনিম্ন নির্ধারণ অথবা অবলোপনেরও অনুরোধ করিয়াছে নোয়াব। সংগঠনটির নেতৃবৃন্দ তাহাদের দাবির সপক্ষে যেই সকল যুক্তি উপস্থাপনা করিয়াছেন, সেইগুলিও প্রণিধানযোগ্য। তাহারা যথার্থই বলিয়াছেন, বর্তমানে সংবাদপত্রের মূল কাঁচামাল নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশ হইলেও এই বাবদ ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এইগুলির সহিত অগ্রিম আয়কর ও পরিবহন বীমা যুক্ত করিলে নিউজপ্রিন্ট আমদানিতে শুধু কর-শুল্ক বাবদ প্রকৃত ব্যয় প্রায় ৩০ শতাংশে পৌঁছে। তদুপরি যুক্ত হইয়াছে নিউজপ্রিন্ট ও ডলারের বর্ধিত দাম। কয়েক বৎসর পূর্বে এক টন নিউজপ্রিন্টের দাম ছিল ৬০০ ডলারের কম। এখন তাহা ৭০০ ডলার অতিক্রম করিয়াছে। টাকা-ডলারের বিনিময় হারও পূর্বাপেক্ষা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাইয়াছে। সংবাদপত্রের মূল আয় যেই বিজ্ঞাপন, উহার উপরেও কর-ভ্যাট অধিক। সরকারি বিজ্ঞাপনের বিল বৎসরের পর বৎসর আটকাইয়া থাকে। বিবিধ কারণে ব্যক্তি খাতের বিকাশ রুদ্ধ হইবার কারণে এই খাত হইতে বিজ্ঞাপনও হ্রাস পাইয়াছে। এইদিকে এই সংকটসমূহ এমন সময়ে সংবাদপত্র শিল্পকে ক্ষতিগ্রস্ত করিতেছে যখন বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমের বহিঃপ্রকাশ ঘটিয়াছে; হ্রাস পাইয়াছে সংবাদপত্র পাঠকের সংখ্যা।
স্মরণে রাখিতে হইবে, সংবাদপত্র নিছক শিল্প নহে; দেশ ও জাতির প্রয়োজনে নিবেদিত জরুরি সেবাও বটে। এনবিআর চেয়ারম্যান স্বয়ং স্বীকার করিয়াছেন, কর-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে জনপরিসরে সচেতনতা সৃষ্টির যেই ব্যাপক কার্যক্রম চলিতেছে উহাতে সংবাদপত্র উল্লেখযোগ্য অবদান রাখিতেছে। বহু সীমাবদ্ধতার মধ্যেও দিবসের সূচনায় দেশ-বিদেশের বিবিধ ঘটনা সবিস্তারে মানুষ সংবাদপত্র হইতেই পায়। জাতীয় ও আন্তর্জাতিক বিবিধ ঘটনা সম্পর্কিত বিজ্ঞজনদের বৈচিত্র্যপূর্ণ বিশ্লেষণও সংবাদপত্র তুলিয়া ধরে। সংবাদপত্র সঠিক তথ্য মুদ্রণ করে বলিয়াই রাষ্ট্র বা সরকার ক্ষতিকর গুজব প্রতিরোধ করিতে পারে। সর্বোপরি, রাষ্ট্র ও সমাজের যেই কোনো টেকসই উন্নয়নের বিষয়ও সংবাদপত্র শিল্পের সতেজতার উপর বহুলাংশে নির্ভরশীল। কিন্তু বাস্তবে দেশের সংবাদপত্র শিল্প এক প্রকার রুগ্‌ণ হইয়া পড়িয়াছে। 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হইল, বিগত সরকার সংবাদপত্রকে সেবা শিল্পের মর্যাদা দিলেও এই শিল্প-সংক্রান্ত উল্লেখযোগ্য কোনো প্রস্তাবের প্রতি উহারা কর্ণপাত করে নাই। এই প্রেক্ষাপটে এই শিল্প-সংশ্লিষ্ট সকলের কথা শ্রবণ করা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। এই কথাও স্মরণে রাখিতে হইবে, যেই গণঅভ্যুত্থান বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পথ সুগম করিয়াছে, মতপ্রকাশ তথা সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণের দাবিটি সেই গণঅভ্যুত্থানের অন্যতম জ্বালানিস্বরূপ কাজ করিয়াছে। অর্থাৎ অন্তত মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণের অংশরূপেও সংবাদপত্র শিল্পের যথার্থ বিকাশের সহায়ক পরিবেশ সৃষ্টি করিতে হইবে। আমরা জানি, সংবাদপত্রের সহিত শুধু সাংবাদিক বা অন্যান্য কর্মীই জড়িত নন; ইহার মুদ্রণ, বিপণন, বিতরণ, বিজ্ঞাপনসহ বহু কাজে অগণিত মানুষ যুক্ত। এই সকল মানুষের পরিবারগুলিও এই শিল্পের উপর নির্ভরশীল। আমাদের বিশ্বাস, আসন্ন বাজেটে সংবাদপত্র শিল্পের অব্যাহত অগ্রগতি ও মসৃণ পরিচালনার স্বার্থে বিদ্যমান শুল্ক ও কর নীতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হইবে। নোয়াবের অন্য প্রস্তাবগুলি সম্পর্কেও ইতিবাচক সিদ্ধান্ত আসিবে। একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ সরকারের নিকট এমনটা আশা করা আদৌ বাহুল্য নহে।

সম্পর্কিত নিবন্ধ