বাংলাদেশকে বেশ কষ্টই করতে হলো রানের জন্য—৫০ ওভারের ম্যাচে তারা ডট বলই খেলেছে ১৮১টি। এতেই হয়তো স্পষ্ট, বাংলাদেশের রানের জন্য হাপিত্যেশ। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ২৩৬ রানের বেশি করতে পারেনি নাজমুল হোসেনের দল।

এ রান তাড়ায় নেমে নিউজিল্যান্ড জয় পেয়েছে ২৩ বল ও ৫ উইকেট হাতে রেখে। এটি যে ব্যাটিং উইকেট ছিল, তা স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেনও।

আরও পড়ুনপাকিস্তানকে নিয়েই ডুবল বাংলাদেশ২৯ মিনিট আগে

পুরস্কার বিতরণী মঞ্চে নাজমুল বলেন, ‘প্রথম ৮–৯ ওভারে আমরা সত্যিই ভালো ব্যাট করেছি। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা কয়েকটা উইকেট হারিয়েছি। এ ধরনের উইকেটে আমাদের আরও ভালো ব্যাট করার দরকার ছিল। এটা বেশ ভালো উইকেট ব্যাট করার জন্য।’

শুরুটা বেশ ভালোই ছিল বাংলাদেশের। পাওয়ার–প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৮ রান করে তারা। এরপরই শুরু হয় আসা–যাওয়ার মিছিল। এক প্রান্তে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখা অধিনায়ক নাজমুল থামেন ১১০ বলে ৭৭ রান করে।

নাজমুল রান পেলেও জিততে পারেনি বাংলাদেশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট হ

এছাড়াও পড়ুন:

কিডনির রোগে আক্রান্ত প্রতীকের চিকিৎসায় সহায়তা প্রয়োজন

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র প্রতীক রায় (২১) কিডনির রোগে আক্রান্ত।

প্রতীকের বাড়ি বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামে। তাঁর বাবা পল্টন রায় পেশায় বাবুর্চি। কিছুদিন আগে সমাজের বিত্তবানদের সহযোগিতায় প্রতীককে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতীকের দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত। দ্রুত তাঁর একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে, যা অনেক ব্যয়সাপেক্ষ। বর্তমানে দেশে প্রতীকের ডায়ালাইসিস চলছে।

চিকিৎসার জন্য প্রতীককে আবার চেন্নাইয়ে নিতে চায় পরিবার, কিন্তু তাঁর বাবার পক্ষে চিকিৎসার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ জন্য দেশের হৃদয়বান মানুষের কাছে ছেলের চিকিৎসায় সহায়তা চেয়েছেন পল্টন রায়।

সাহায্য পাঠানোর ঠিকানা—হিসাবের নাম: প্রতীক রায়, হিসাব নম্বর ১৮০৫১০১০৩৫৬৩৯, সোনালী ব্যাংক, সেতাবগঞ্জ রোড, বীরগঞ্জ শাখা। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও—০১৭৪৬৯৬৮৩১১ (বিকাশ)। বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ