Prothomalo:
2025-02-24@21:44:18 GMT

গান-নৃত্যে নজরুল উৎসব শুরু

Published: 24th, February 2025 GMT


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে দুই দিনব্যাপী ‘নজরুল উৎসব ২০২৫’–এর আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা। আজ বিকেলে ঢাকার ছায়ানট সংস্কৃতি ভবনে উদ্বোধনী আয়োজনে গান ও কবিতায় নজরুলকে স্মরণ করেছেন শিল্পীরা।

দলীয় সংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য’ পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর নজরুলের ধ্রুপদাঙ্গের শ্যামাসংগীত ‘খড়্গ নিয়ে মাতিস রণে’ শোনান অভিজিত কুণ্ডু। নজরুলের খেয়ালাঙ্গের গান শোনান মনিষ সরকার, মৌমিতা হক, মোহিত খান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মঞ্চে নৃত্যালেখ্য ‘জাগে জ্যোতির্ময়’ পরিবেশন করেছে ধৃতি নর্তনালয়। নৃত্য পরিচালনা করেছেন ওয়ার্দা রিহাব।

এরপর নজরুল রচিত ঠুমরি অঙ্গের গান শোনাবেন ভাস্কর দেবনাথ, মিরাজুল জান্নাত ও সুমন মজুমদার। নজরুলের গজল অঙ্গের গান পরিবেশন করবেন রেজাউল করিম, আনিলা আমীরসহ আরও অনেকে। নজরুলের ভক্তিমূলক গান শোনাবেন নাসিমা শাহীন, আফসানা রুনা।

নজরুল উৎসবে আয়োজিত আমন্ত্রিত অতিথিরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নজর ল র

এছাড়াও পড়ুন:

‘দ্য ডার্ক ক্রিস্টাল’ এ মুগ্ধ দর্শক

 বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ২১ ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মত শুরু হয়েছে ‘মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব’।

দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা থেকে ৮টি বিভাগে নির্বাচিত ১৬টি নাটক নিয়ে এই উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আট দিনব্যাপী এই নাট্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে একাডেমির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এই উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হয় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘দ্য ডার্ক ক্রিস্টাল’। এ সময় নাটকটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন দর্শক। নাটকটি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। নির্দেশনা দিয়েছেন ইরা আহমেদ ও বিশ্বনাথ ভৌমিক।

এ দিন অতিথি হিসেবে হাজির ছিলেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ।  এর আগে ২১ ফেব্রুয়ারি নাট্যোৎসবের উদ্বোধন করেন জুলাই আন্দোলনের সময় গুলিতে নিহত নাঈমা সুলতানার মা আইনুন নাহার। বিশেষ অতিথি ছিলেন শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ঈশ্বরদী সুহৃদের আনন্দদিন
  • নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ,
  • ‘বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি গর্ববোধ করি’
  • ‘তিনশর বেশি রান করার ক্ষমতা আছে শান্তদের’
  • যে ঋণ শোধ করা যায় না
  • সাংগঠনিক আলোচনা, গান-গল্পে সুহৃদদের আনন্দময় দিন
  • শিল্পীদের বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে যাবে: নুসরাত ফারিয়া
  • যদি বাঁধা দেওয়া হয়, তাহলে শিল্পীদের বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে যাবে: নুসরাত ফারিয়া
  • ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ এ মুগ্ধ দর্শক