ভারতের কাছে হারার পর নিউ জিল্যান্ডের কাছে ধরাশায়ী হলো বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সোমবার (২৪ ডিসেম্বর) নিউ জিল্যান্ডের কাছে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। আর এই হারে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যায়। রাওয়ালপিন্ডির ‘হাইওয়ে’ উইকেটেও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ২৩৬ রানের বেশি করতে পারেনি। বোলাররা ভালো বোলিং করলেও শেষ পর্যন্ত কাঙ্খিত জয়টি তুলে নিতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা।

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুটি বড় জুটির আক্ষেপে পুড়েছেন, ‘‘আমার মনে হয় আমরা ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিলাম। মাঝে আমরা উইকেট হারিয়ে ফেলি। এমন পিচে আসলে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। খুবই ভালো উইকেট ছিল। আমাদের কেবল দুটি বড় জুটির প্রয়োজন ছিল।’’

‘‘আসলে আমাদের ১০ ওভারের পরের পারফরম্যান্স বেশ হতাশাজনক। আমাদের শুরুর পারফরম্যান্সটা ক্যারি করা উচিত ছিল। নাহিদ খুবই দুর্দান্ত একজন বোলার। আজ সে যেভাবে বোলিং করেছে তাতে আমরা সবাই খুশি হয়েছি। গেল কয়েক বছর আমাদের বোলিং ইউনিটটা খুব ভালো করছে। আমাদের ব্যাটসম্যানদের এখন এগিয়ে আসা উচিত।’’

আরো পড়ুন:

পাকিস্তানকে নিয়ে ডুবল বাংলাদেশ

বাবরকে ‘জোচ্চর’ বললেন শোয়েব আখতার

শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচটি বাংলাদেশের জন্য কেবল আনুষ্ঠানিকতার হলেও শান্ত বলছেন গুরুত্বপূর্ণ, ‘‘ওই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য আত্মবিশ্বাস বুস্ট করার ম্যাচ হবে।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র উইক ট

এছাড়াও পড়ুন:

ঢাবি নাটমণ্ডলে রবিঠাকুরের কালজয়ী নটক ‘রক্তকরবী’ 

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রক্তকরবী’ মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চে আসছে কালজয়ী এ নাটকটি।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ জানিয়েছে, আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সন্ধ্যা ৭টায় এবং ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। রক্তকরবী মঞ্চে নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। এতে ৩য় বর্ষের ৬ষ্ঠ সেমিস্টারের ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা অভিনয় করছেন।

তানভীর নাহিদ বলেন, “বাংলাদেশে সম্প্রতি এক রক্তস্নাত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে আকাঙ্ক্ষা গড়ে উঠেছে, সেই পরিপ্রেক্ষিতে, রক্তকরবী নাটকটির রাজনৈতিক প্রাসঙ্গিতা এ প্রযোজনা সৃজনের নেপথ্যে বিশেষ অনুপ্রেরণা সঞ্চার করেছে। জনগণতান্ত্রিক রাষ্ট্রের নাট্যভাষ্যরূপে এ প্রযোজনায় নানা চিহ্ন সৃজিত হয়েছে।”

রবীন্দ্রনাথ ঠাকুর ‘রক্তকরবী’ নাটকটি লিখেছেন শতবর্ষ আগে। ২০২৩ সালের ২৬ এপ্রিল নাটকটি রচনার ১০০ বছর পূর্তি হয়। ‘রক্তকরবী’ রচনার শতবর্ষ পূর্তিতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাটকটি মঞ্চস্থ করা হচ্ছে বলেও জানিয়েছের তানভীর নাহিদ।

তিনি বলেন, “রক্তকরবীতে আমরা দর্শক-অভিনেতার নৈকট্য, নিরাভরণ মঞ্চ ও যৎসামান্য দ্রব্যাদি ব্যবহার দ্বারা দেশজ আঙ্গিকে উপস্থাপনের প্রতি মনোযোগ দিয়েছি। ঐতিহ্যবাহী দেশজ নাট্যের আবহে চারপাশে দর্শক পরিবেষ্টিত হয়ে মঞ্চস্থ হবে এই পালা।”

রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক রক্তকরবী। মানুষের প্রবল লোভ কীভাবে জীবনের সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্রে ও উৎপাদনের উপকরণে পরিণত করে এবং শোষকের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কী রূপ ধারণ করে তারই রূপায়ণ ঘটে এ নাটকে।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা বলেছেন, রক্তকরবী এক দ্রোহ, যা শিল্প এবং সৃষ্টি দিয়ে রাজা নয়, রাজনীতির পরিবর্তন আনে; যা অর্থনৈতিক মুক্তির চেয়ে সৃজনের আলোয় মুক্তির পথ দেখায়। 

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তানকে নিয়ে ডুবল বাংলাদেশ
  • ঢাবি নাটমণ্ডলে রবিঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’ 
  • ঢাবি নাটমণ্ডলে রবিঠাকুরের কালজয়ী নটক ‘রক্তকরবী’ 
  • ওয়ালটনের অত্যাধুনিক ট্যাব ১০এইচ প্রো ম্যাক্স বাজারে